শর্তযুক্ত তালাক দেয়ার পর শর্ত উঠিয়ে নেয়া যায়?
প্রশ্নঃ ১২৬৭৭৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি কোন ব্যক্তি তার স্ত্রী কে শর্ত দিয়ে তালাক দিয়ে থাকে,আর পরে যদি শর্ত তুলে নিয়ে নেই তাহলে কি আর তালাক হবে জানালে উপকৃত হবো আমি
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই!
তালাক কোনো ছেলেখেলা নয় যে মন চাইলে ইচ্ছেমতো উচ্চারণ করবেন, আর মন না চাইলে আবার তুলে নেবেন। এটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুতর একটি বিষয়। তাই তালাক সংক্রান্ত যে কোনো শব্দ, শর্ত বা ঘোষণা অত্যন্ত সতর্কতার সঙ্গে দিতে হয়।
তালাকের ক্ষেত্রে যদি কেউ মজলিসের সঙ্গে যুক্ত কোনো শর্ত প্রদান করে এবং সেই মজলিস সমাপ্ত হয়ে যায়, তবে সেই শর্তও সমাপ্ত হয়ে যায়, পরে তা বাতিল হয়ে যায়। কিন্তু শর্তযুক্ত তালাক একবার কার্যকর হয়ে গেলে তা উঠিয়ে নেওয়ার কোন সুযোগ নেই।
শরঈ দলীলঃ
الھندیة: (الفصل الثالث في تعلیق الطلاق، 420/1، ط: دار الفکر)
و وإذا أضافه إلى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل أن يقول لامرأته: إن دخلت الدار فأنت طالق۔
وإذا أضافه إلى الشرط وقع عقيب الشرط اتفاقا (الفتاوى الهندية-1/420، جديد-1/488، هداية-2/385)
وتنحل اليمين بعد وجود الشرط مطلقا لكن إن وجد فى الملك طلقت وعتق وإلا لا، فحيلة من علق الثلاث بدخول الدار أن يطلقها واحدة، ثم بعد العدة تدخلها فتنحل اليمين فينكحها (الدر المختار مع رد المحتار،زكريا-4/609
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন