আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৭০৭৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলায়কুম জান্নাতে ছেলেদের জন্য হুর আছে মেয়ে দের জন্য কী আছে?

৮ জুলাই, ২০২১
Monipur Noyapara

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






আল্লাহ তাআলার জান্নাতে সকলকেই খুশি করবেন। সুখী করবেন। কাউকেই তার মনের আশা অপূর্ন রাখবেন না।
দুনিয়াতে একটি ছোট বাচ্চা যা কিছুর আশা করে একজন যুবক বা একজন যুবতী কিন্তু সেইরকম আশা করে না।
দুনিয়াতে একজন যুবক তার সঙ্গিনী হিসেবে একজন যুবতীকে কামনা করে। একজন যুবতী তার সঙ্গী হিসেবে একজন যুবককে কামনা করে। রুচিবোধ যদি সুস্থ হয়ে থাকে তাহলে যুবক যেমন তার সঙ্গী হিসেবে অন্য যুবককে কামনা করবে না। এমনিভাবে একজন যুবতী তার সঙ্গী হিসেবে আরেকজন যুবতীকে কামনা করব না।

চেয়ে দেখুন মাছ কিন্তু পানিতেই থাকতে ভালোবাসে। ছাগল কিন্তু শুকনো মাঠে ঘাস খায়। বর্ষার নতুন পানি পেয়ে মাছ ছুটাছুটি করে। সে ছুটতে ছুটতে আমাদের মহাসড়কে আসতে রাজি হবে না। স্থলের প্রাণীগুলো তার এই সুন্দর পরিবেশ রেখে পানিতে গিয়ে ছুটোছুটি করতে চাইবে না।
আল্লাহ তাআলা সকলের রুচি ভিন্ন ভিন্ন করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।

তদ্রুপ জান্নাতেও প্রত্যেকের আশা-আকাঙ্ক্ষা, রুচি, দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন হবে।
জান্নাতী যুবতী তাদের সঙ্গী স্বামীকে পেয়ে খুশি হবে। সন্তুষ্ট থাকবে। কিছুতেই আরো অনেক পুরুষের সঙ্গিনী হতে চাইবে না।
বিপরীতে জান্নাতি যুবকরা অনেক অনেক হুর-গিলমান কামনা করবে। আল্লাহ তাআলা প্রত্যেকের কামনা-বাসনা, রুচি-চাহিদা মাফিক সরবরাহ করবেন।

আল্লাহ তা'আলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন-

نَحۡنُ اَوۡلِیٰٓؤُکُمۡ فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا وَفِی الۡاٰخِرَۃِ ۚ  وَلَکُمۡ فِیۡہَا مَا تَشۡتَہِیۡۤ اَنۡفُسُکُمۡ وَلَکُمۡ فِیۡہَا مَا تَدَّعُوۡنَ ؕ

‘আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও আখিরাতে। সেখানে (জান্নাতে) তোমাদের জন্যে রয়েছে যা কিছু তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্যে রয়েছে যা তোমরা র্ফমায়েশ কর।’
—হা-মীম সেজদাহ্ - ৩১

نُزُلًا مِّنۡ غَفُوۡرٍ رَّحِیۡمٍ ٪

এটা ক্ষমাশীল, পরম দয়ালু আল্লাহ্ র পক্ষ হতে আপ্যায়ন।
—হা-মীম সেজদাহ্ - ৩২

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন