প্রশ্নঃ ৬৩২৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর আপনি ?আমার এক বড় ভাই আমাকে প্রশ্নটিই করেছিল যে রোজা অবস্থায় সে নাকি তার গার্লফ্রেন্ড টেকে চুমু খেয়েছে চুমু খাওয়ার দ্বারা কি রোজা নষ্ট হয়ে যাবে ?আর এক আত্মীয় আমার কাছে একটা প্রশ্ন করেছিলো।সেটা হলো যে তার কিছু ফরজ রোজা ছুটে গেছে এখন সে বলল তার মনে হচ্ছে যে নফল রোজা রাখে এখন তার প্রশ্নটা হলো এটাই যে সে কি ফরজ রোজা গুলা করে নিবে নাকি নফল রোজা করতে পারবে ফরজএ রোজার আগেই ।আর একটা বিষয় আমার একটু খটকা রয়েছে এটা একটু সমাধান দিলে অনেক ভালো হবে সেটা হলো যে আমি একটা বই দেখলাম মানে স্বামী স্ত্রী তালাক বিষয়ের এখানে দেখা গেল যে যদি স্ত্রীকে তালাক দেওয়া হয় তখন কি তার স্বামী স্ত্রীকে যে মোহরানা দিয়েছিল সেগুলো কি স্বামী ফেরত পাবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিবাহবহির্ভূত গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড হারাম।
(শরীয়তের শর্ত মেনে পারিবারিকভাবে বিবাহ করে নিন)
তাকে চুম্বন করা আরও মারাত্মক হারাম। রোযা অবস্থায় তার সঙ্গে যৌনাচারে লিপ্ত হওয়া বা যৌন সুড়সুড়ি মূলক কোন কাজ করা আরও মারাত্মক হারাম।
রোযা অবস্থায় হারাম কাজ থেকে বাঁচতে না পারলে সারাদিন পিপাসিত ও উপোস থাকা আল্লাহ তাআলার কোনই প্রয়োজন নেই।
حَدَّثَنَا أَبُو مُوسَى، مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ بِأَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ অন্যায় কথাবার্তা (গীবাত, মিথ্যা, গালিগালাজ, অপবাদ, অভিসম্পাত ইত্যাদি) ও কাজ যে লোক (রোযা থাকা অবস্থায়) ছেড়ে না দেয়, সে লোকের পানাহার ত্যাগে আল্লাহ্ তা’আলার কোন প্রয়োজন নেই।
জামে' আত-তিরমিজি, হাদিস নং ৭০৭
রোযা রেখে গার্লফ্রেন্ডকে চুমু খাওয়ার কারণে তার রোযার সওয়াব থেকে পরিপূর্ণ বঞ্চিত হবে। অবশ্য রোযার ফরয আদায় হয়ে গিয়েছে।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন