প্রশ্নঃ ৫৬০০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, اسلام عليكم ورحمة الله وبركاته
প্রশ্নঃ রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে। এই মর্মে কোনো সহিহ হাদীস আছে কিনা দোয়া করে জানাবেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
"রমাদান মাসে ব্যাপকভাবে কবরের আযাব বন্ধ থাকে" এই মর্মে কোন হাদীস আছে বলে আমাদের জানা নেই।
অবশ্য মুসনাদে আহমাদে একটি সহীহ হাদীস আছে : যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিন রোযা রাখল, ঐ রোযার উপর তার মৃত্যু হল। সে জান্নাতি হবে।
عَنْ حُذَيْفَةَ ، قَالَ : أَسْنَدْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى صَدْرِي، فَقَالَ : " مَنْ قَالَ : لَا إِلَهَ إِلَّا اللَّهُ - قَالَ حَسَنٌ : ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ - خُتِمَ لَهُ بِهَا دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ صَامَ يَوْمًا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ، خُتِمَ لَهُ بِهَا دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ تَصَدَّقَ بِصَدَقَةٍ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ، خُتِمَ لَهُ بِهَا دَخَلَ الْجَنَّةَ ".
مسند أحمد | مُسْنَدُ الْأَنْصَارِ | حَدِيثُ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
মুসনাদ আহমাদ ২৩৩২৪
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন