প্রশ্নঃ ৫৩৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাঙ্গতি কাজ্বা রোজা রাখার সময় দূপুর ১২টা বাজার আগে,সহবাস করলে,পরবর্তী সময় রোজা রাখলে কি কাফফারা সহ রোজা রাখতে হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
"ইচ্ছাকৃত রোযা ভাঙলে কাফফারা দিতে হয়" এই মাসআলাটি শুধুমাত্র রমযানুল মোবারকের সাথেই বিশেষ। অন্যান্য মাসে নফল রোযা, কাযা রোযা অথবা কাফফারার রোযা, যে রোযাই হোক না কেন, ইচ্ছাকৃত সেই রোযাটি ভাঙলে তার পরিবর্তে আরেকটি রোযা রাখতে হয়। সেখানে এক রোযার মোকাবেলায় একটি হয়। সেটির কাফফারা লাগেনা।
অবশ্য রমাযানের একটি রোযা ইচ্ছাকৃত ভাঙ্গার কারণে ৬০টি রোযা রাখার সময় মাঝখানে কোন একটি রোযা ছুটে গেলে বা ভেঙে ফেললে নতুন করে আবার ৬০টি রোযা রাখতে হবে।
অতএব আপনার প্রশ্নে বর্ণিত অবস্থায় সহবাসের মাধ্যমে ভাংতি রোযা ভাঙ্গার কারণে এর পরিবর্তে আরেকটি রোযা রেখে দিলেই হয়ে যাবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন