প্রশ্নঃ ৪৩১৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। আমার মাঝে মাঝে প্রস্রাবের সাথে বীর্য বের হয় উত্তেজনা ছাড়া।আবার মাঝে মাঝে যখন উত্তেজনা উঠে তখন বীর্য বের হয় না।তারপরে যখন প্রস্রাব করি তখন প্রস্রাবের সাথে বীর্য বের হয়। এই দুই রকম অবস্থায় কি গোসল ফরজ হয়??
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
وعلیکم السلام ورحمة الله وبركاته
প্রসাবের সময় সাদা এক জাতীয় পানি বের হয়। যাকে দেখে বীর্য মনে হলেও এটি বীর্য নয়। বরং এটি ودي ওদী। অসুস্থতার কারণে এমনটি হয়ে থাকে।
বীর্য বের না হলে গোসল করা ফরজ হয় না। আর বীর্য বের হবার আগে উত্তেজনার কারণে হালকা সাদা যে পানি বের হয়, তা বীর্য নয়, বরং মজি। মজি বের হলে গোসল ওয়াজিব হয় না, বরং অজু ভেঙ্গে যায়।
عَنْ عَلِيٍّ، قَالَ: كُنْتُ رَجُلًا مَذَّاءً فَأَمَرْتُ رَجُلًا أَنْ يَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لِمَكَانِ ابْنَتِهِ، فَسَأَلَ فَقَالَ: «تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ»
‘আলী (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমার অধিক মযী বের হতো। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কন্যা আমার স্ত্রী হবার কারণে আমি একজনকে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এ বিষয়ে জিজ্ঞেস করার জন্য পাঠালাম। তিনি প্রশ্ন করলে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ উযূ কর এবং লজ্জাস্থান ধুয়ে ফেল।
[সহীহ বুখারী, হাদীস নং-২৬৯]
عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «هُوَ الْمَنِيُّ وَالْمَذْيُ وَالْوَدْيُ» فَأَمَّا الْمَذْيُ وَالْوَدْيُ فَإِنَّهُ يَغْسِلُ ذَكَرَهُ وَيَتَوَضَّأُ , وَأَمَّا الْمَنِيُّ , فَفِيهِ الْغُسْلُ “
ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, মনী, মজী, ওদী। এর মাঝে মজী এবং ওদী বের হলে গোপনাঙ্গ ধৌত করে ওজু করে নিতে হবে। আর মনী বের হলে গোসল করতে হবে।
[তাহাবী শরীফ, হাদীস নং-২৫৯]
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন