ফিদিয়ার ক্ষেত্রে আদায়ের দিনের বাজারমূল্য ধর্তব্য
প্রশ্নঃ ১২৩৯৯৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার আব্বু ২০১৬সালে স্ট্রোক করে। যার কারণে উনি ঐ বছর রমযান মাসের রোযা রাখতে পারেনি। (উনি বৃদ্ধও) এবং এই রোযা পরে কাযা আদায় করেনি। আব্বু মারা গিয়েছে। আমি জানি যে একটা রোযার জন্য একটা ফিদিয়া। প্রশ্ন হলো ফিদিয়া কি ২০১৬ সাল অনুযায়ী দিব নাকি বর্তমান অনুযায়ী? (পরিমাণটাও উল্লেখ করে দিয়েন) ।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিতি প্রশ্নকারী!
আল্লাহ তায়ালা আপনার বাবাকে জান্নাত নসিব করুন। আমাদের সবইকেও মৃত্যুর প্রস্তুতি এবং আখেরাতের পাথেয় সঞ্চয় করার তাওফিক দান করুন। ফিদিয়া আদায়ের ক্ষেত্রে আদায়ের দিনের বাজারমূল্য ধর্তব্য হবে। আর ফিদিয়ার পরিমাণ হলো, প্রত্যেক রোজার জন্য একটি সদকাতুল ফিতির পরিমাণ। গত রমজানের হিসেবে সদকাতুল ফিতিরের পরিমাণ ছিল সর্বনিম্ন ১১০ টাকা থেকে সর্বোচ্চ ২,৮০৫ টাকা পর্যন্ত। এবং গতবছরের আটার তুলনায় আটা/ময়াদার বাজার মূল্য খুব একটা পার্থক্য হয়নি। তাই আপনি সেই হিসাব করে 30*110 = 3300 টাকা বা তার কিছু বেশী 3500/- টাকা সদকা কারে দিতে পারেন। (যারা যাকাত গ্রহনের যোগ্য তাদেরই দিতে হবে।)
فتاوی شامی:
"المريض إذا تحقق اليأس من الصحة فعليه الفدية لكل يوم من المرض."
(کتاب الصوم , فصل فی العوارض المبیحة لعدم الصوم جلد 2 ص: 427 ط: دارالفکر)
بدائع الصنائع
"لأن الواجب الأصلي عندهما هو ربع عشر العين وإنما له ولاية النقل إلى القيمة يوم الأداء فيعتبر قيمتها يوم الأداء."
(کتاب الزکوۃ , فصل اموال التجارۃ جلد 2 ص: 22 ط: دارالکتب العلمیة)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন