অমুসলিমের মৃত্যুতে ইন্না-লিল্লাহ বলা
প্রশ্নঃ ৪২৩৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১/বিধর্মীদের সালাম দেওযার বিধান কী?অনেকে আছে বিধর্মীদের তাদের মতো করেই সম্ভাষণ করে যেমন(নমস্কার, আদাব)
২/বিধর্মী মারা গেলে ইন্না-লিল্লাহ দোয়া পড়ার বিধান কি?
৩/কোন মুসলিম আত্মহত্যা করে মারা গেলে তার জন্য জান্নাত লাভের দোয়া করা যাবে কিনা?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. বিধর্মীদেরকে সালাম দেওয়া যাবে না। কখনো বাধ্য হয়ে বিধর্মীদেরকে সালাম দিতে হলে এ বলবে :
السلام على من اتبع الهدى
আসসালামু আলা মানিত্তাবাআ'ল হুদা।
অর্থাৎ যারা হিদায়াতের অনুসরণ করেছে তাদের উপর শান্তি বর্ষিত হোক।
২. বিধর্মী মারা গেলে ইন্নালিল্লাহ বলার কোন সুযোগ নেই। কুরআনে কারীমে স্পষ্ট তা নিষেধ এসেছে।
وَلَا تُصَلِّ عَلٰۤی اَحَدٍ مِّنۡہُمۡ مَّاتَ اَبَدًا وَّلَا تَقُمۡ عَلٰی قَبۡرِہٖ ؕ اِنَّہُمۡ کَفَرُوۡا بِاللّٰہِ وَرَسُوۡلِہٖ وَمَاتُوۡا وَہُمۡ فٰسِقُوۡنَ
আর তাদের মধ্য থেকে কারো মৃত্যু হলে তার উপর কখনও নামায পড়বেন না এবং তার কবরে দাঁড়াবেন না। তারা তো আল্লাহর প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং রসূলের প্রতিও। বস্তুতঃ তারা না ফরমান অবস্থায় মৃত্যু বরণ করেছে।
—আত তাওবাহ্ - ৮৪
৩. হাদীস শরীফে আত্মহত্যাকারীর ভয়াবহ পরিণতি সম্পর্কে বুঝাতে গিয়ে তাকে চিরকাল জাহান্নামী বলা হয়েছে। তদুপরি তার জানাযা পড়া হবে। আর জানাযায় তার জন্য দোয়া করা হয়। অতএব তার জান্নাত লাভের দোয়া করা যেতে পারে।
وَيَرَى الْحَنَفِيَّةُ أَنَّ مَنْ قَتَل نَفْسَهُ وَلَوْ عَمْدًا يُغَسَّل وَيُصَلَّى عَلَيْهِ، بِهِ يُفْتَى وَإِنْ كَانَ أَعْظَمَ وِزْرًا مِنْ قَاتِل غَيْرِهِ. وَقَال أَبُو يُوسُفَ: يُغَسَّل وَلاَ يُصَلَّى عَلَيْهِ، وَالْقَتْل أَعَمُّ مِنْ أَنْ يَكُونَ بِسَيْفٍ أَوْ إِلْقَاءٍ فِي بَحْرٍ أَوْ نَارٍ. (1)
وَقَال مَالِكٌ: يُصَلَّى عَلَى الَّذِينَ كَابَرُوا (أَيِ
الْبُغَاةِ) وَلاَ يُصَلِّي عَلَيْهِمُ الإِْمَامُ وَقَال: يُصَلَّى عَلَى قَاتِل نَفْسِهِ وَيُصْنَعُ بِهِ مَا يُصْنَعُ بِمَوْتَى الْمُسْلِمِينَ وَإِثْمُهُ عَلَى نَفْسِهِ. وَقَال الْحَنَابِلَةُ: لاَ يُسَنُّ لِلإِْمَامِ الأَْعْظَمِ وَإِمَامِ كُل قَرْيَةٍ وَهُوَ وَالِيهَا فِي الْقَضَاءِ، الصَّلاَةُ عَلَى غَالٍّ (1) وَقَاتِل نَفْسِهِ عَمْدًا، وَإِنْ صَلَّى عَلَيْهِمَا فَلاَ بَأْسَ بِهِ. (2)
وَقَال الشَّوْكَانِيُّ: ذَهَبَ مَالِكٌ وَالشَّافِعِيُّ وَأَبُو حَنِيفَةَ وَجُمْهُورُ الْعُلَمَاءِ إِلَى أَنَّهُ يُصَلَّى عَلَى الْفَاسِقِ، وَقَالُوا: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا لَمْ يُصَل عَلَى مَنْ قَتَل نَفْسَهُ زَجْرًا لِلنَّاسِ، وَصَلَّتْ عَلَيْهِ الصَّحَابَةُ. (3)
আল মাওসূআ আল ফিক্বহিয়্যাহ
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন