প্রশ্নঃ ৪১২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম, আমার বিয়ের ১ বছর পর জানতে পারি আমার হাজব্যান্ড পরকিয়াতে জোড়িত এবং সেটা খুব জঘন্য ভাবে।মেয়ে তার থেকে দূরে থাকাতে তারা ফোন সেক্স করত।আমি সব জানতে পারায় সে তেমন কোনো অনুতপ্ত হয়নি শুধু বলেছে তার ভুল হয়ে গেছে কিন্তু আমার কাছে সে ওইভাবে কখনো মাফও চায়নি।আর আমিও তাকে ২য় বার আর সুযোগ দিয়ে কষ্ট পেতে চাই না।সেক্ষেত্রে আমি তাকে ডিভোর্স দিতে পারব?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার রাখে। স্ত্রী তার স্বামীকে তালাক দেওয়ার অধিকার রাখে না। স্বামীর সঙ্গে স্ত্রীর কোনোভাবেই বনিবনা না হলে স্ত্রী তার স্বামীকে বলবে, আমি তোমার মোহরানা ফেরত দেব। অথবা ভিন্ন কোন ভাবে সমঝোতা করে তার কাছ থেকে তালাক নিয়ে নেবে। এটাকে শরীয়তের পরিভাষায় خلع "খোলা" বলা হয়।
আপনার বর্ণনা অনুযায়ী আপনার স্বামী নিকৃষ্টতম অপরাধে জড়িত। এর থেকে তওবা না করলে তার সঙ্গে ঘর-সংসার করা একজন সতী-সাধ্বী, পবিত্র চরিত্রের নারীর জন্য অসম্ভব।
পবিত্র কুরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন :
اَلۡخَبِیۡثٰتُ لِلۡخَبِیۡثِیۡنَ وَالۡخَبِیۡثُوۡنَ لِلۡخَبِیۡثٰتِ ۚ وَالطَّیِّبٰتُ لِلطَّیِّبِیۡنَ وَالطَّیِّبُوۡنَ لِلطَّیِّبٰتِ ۚ اُولٰٓئِکَ مُبَرَّءُوۡنَ مِمَّا یَقُوۡلُوۡنَ ؕ لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّرِزۡقٌ کَرِیۡمٌ ٪
(আন নূর - ২৬)
দুশ্চরিত্রা নারীকূল দুশ্চরিত্র পুরুষকুলের জন্যে এবং দুশ্চরিত্র পুরুষকুল দুশ্চরিত্রা নারীকুলের জন্যে। সচ্চরিত্রা নারীকুল সচ্চরিত্র পুরুষকুলের জন্যে এবং সচ্চরিত্র পুরুষকুল সচ্চরিত্রা নারীকুলের জন্যে। তাদের সম্পর্কে লোকে যা বলে, তার সাথে তারা সম্পর্কহীন। তাদের জন্যে আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন