প্রশ্নঃ ৪০০৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, السلام عليكم ورحمة
জুমা এর নামাজে খোতবা দেওয়ার পর জামায়াত নামাজের আগে একামত এর সময় খতিব সাহেব বসতে হয়? বা বসাটা শরিয়তের হুকুম কি? জানালে কৃতজ্ঞ হব।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের সময় হুজরা শরীফ থেকে তাশরীফ এনে (ইমাম দাঁড়ানোর স্থানে এসে) বসেছেন এমনটি প্রমাণিত নয়। যেহেতু নবীজি হুজরা শরীফ থেকে বের হওয়ার মুহূর্তে ইক্বামাত শুরু হতো। নবীজি নামাজের জায়গা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে ইক্বামাত শেষ হতো। এরপর তিনি নামাজ আরম্ভ করতেন।
নবীজির এই আমল থেকে প্রমাণ হয়, নামাজে দাঁড়ানোর মুহূর্তে মেহরাবে এসে বসার সময় সুযোগ নেই।
অতএব জুমার নামাজে খুতবার শেষে মিম্বর থেকে নেমে বসার (সময় নেই) অবকাশ নেই।
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، أَخْبَرَنِي سِمَاكُ بْنُ حَرْبٍ، سَمِعَ جَابِرَ بْنَ سَمُرَةَ، يَقُولُ كَانَ مُؤَذِّنُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُمْهِلُ فَلاَ يُقِيمُ حَتَّى إِذَا رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ خَرَجَ أَقَامَ الصَّلاَةَ حِينَ يَرَاهُ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرِ بْنِ سَمُرَةَ هُوَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَحَدِيثُ إِسْرَائِيلَ عَنْ سِمَاكٍ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَهَكَذَا قَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِنَّ الْمُؤَذِّنَ أَمْلَكُ بِالأَذَانِ وَالإِمَامَ أَمْلَكُ بِالإِقَامَةِ .
জাবির ইবনু সামুরা (রাঃ) থেকে বর্ণিতঃ:
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মুয়াযযিন (তাঁর জন্য) প্রতীক্ষা করতে থাকতেন এবং ইক্বামাত দিতেন না। যখন তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে (তাঁর ঘর হতে) বেরিয়ে আসতে দেখতেন তখনই নামাযের ইক্বামাত দিতেন।
জামে' আত-তিরমিজি, হাদিস নং ২০২
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন