প্রশ্নঃ ৩৭৪২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১/একজনের ব্যবহার করা শুকনো গামছা কি ব্যবহার করা যাবে?
যার গামছা সে প্রশ্রাবের পর ঠিকমতো পবিত্র হয় কিনা সে ব্যাপারে নিশ্চিত নয়।
২/আমি গোসলের আগে প্রশ্রাব করে ভালোভাবে টিস্যু এবং পানি ব্যবহার করি।তারপর গোসল করার পর গামছা দিয়ে মোছার পর সব সময় মনে হয় যে প্রশ্রাব বেরিয়ে যাচ্ছে।মাঝে মাঝে চেক করলে হালকা পানি দেখা যায়।তখন সন্দেহ হতে থাকে এটা কি প্রশ্রাব নাকি গোসলের পানি।আমি শয়তানের ওসওয়াসা ভেবে পাত্তা না দিয়ে নামাজ পড়ে ফেলি।এক্ষেত্রে কি আমার নামাজ হচ্ছে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. একজনের ব্যবহার করা গামছা অন্যজন ব্যবহার করতে নিষেধ নয়।
২. গোসলের পূর্বে ভালোভাবে ইস্তিঞ্জা করে অর্থাৎ টিস্যু ও পানি ব্যবহারের পর গোসল করলেন, এরপর সন্দেহ থাকা বা ওয়াসওয়াসা হওয়া উচিত নয়।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا خَارِجَةُ بْنُ مُصْعَبٍ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عُتَىِّ بْنِ ضَمْرَةَ السَّعْدِيِّ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِنَّ لِلْوُضُوءِ شَيْطَانًا يُقَالُ لَهُ وَلَهَانُ فَاتَّقُوا وَسْوَاسَ الْمَاءِ " .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا خَارِجَةُ بْنُ مُصْعَبٍ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عُتَىِّ بْنِ ضَمْرَةَ السَّعْدِيِّ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِنَّ لِلْوُضُوءِ شَيْطَانًا يُقَالُ لَهُ وَلَهَانُ فَاتَّقُوا وَسْوَاسَ الْمَاءِ " .
উবাই বিন কা’ব (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, নিশ্চয় উযুর জন্য ‘ওয়ালাহান’ নামের একটি শয়তান আছে। অতএব তোমরা পানি প্রসূত সন্দেহ থেকে দূরে থাকো।
সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৪২১
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন