প্রশ্নঃ ৩৬৭৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার দুইটা বাচ্চা একটা ৩বছর, এরকটা ৩মাস,,,দুইজন কে সামলানোর ক্ষেত্রে অনেকসময় বিরক্ত হয়ে বড়টাকে মারি,,,খেতে চায়না কিংবা বিভিন্ন দুষ্টূমির জন্য প্রায় মারি,,,,এখন প্রশ্ন হলো আমার এইকাজকে ইসলামে কি দৃষ্টিতে দেখা হবে,,,আমার কি ওকে এতোটা মারার অধকার আছে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ছোট বাচ্চাদেরকে মারধর করা কিছুতেই উচিত নয়। ওদেরকে শিক্ষা দেয়ার মাধ্যমে গড়ে তুলতে হবে। মারধোর করে নয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন: তোমাদের বাচ্চাদেরকে সাত বছর বয়সে নামাজের নির্দেশ করো। দশ বছর হয়ে গেলে নামাজ না পড়লে মারধোর করো।
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مُرُوا أَوْلَادَكُمْ بِالصَّلَاةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ، وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرٍ، وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ ".
সুনানু আবী দাউদ ৪৯৫
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন