প্রশ্নঃ ৩৫৪৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নফল নামাজ ইশরাক নামাজ, চাশত নামাজ, জাওয়াল নামাজ, আওয়াবীন নামাজ ইত্যাদি নামাজের সঠিক ওয়াক্ত কখন থেকে কখন পপর্যন্ত ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নফল নামাজের সুনির্দিষ্ট সময় নেই। পাঁচটি সময় ছাড়া দিন রাতে যেকোন সময় নফল পড়া যায়। এর মধ্যে তিনটি হলো হারাম ওয়াক্ত। যখন সব ধরনের নামায নিষিদ্ধ। বাকি দুইটি মাকরুহ ওয়াক্ত।
হারাম ওয়াক্ত তিনটি হল -
১. সূর্য উদয়ের সময়।
২. ঠিক দুপুর বেলায়।
৩. সূর্য অস্ত যাওয়ার সময়।
এই তিন সময় সব ধরনের নামাজ পড়া নিষেধ। (সূর্য অস্ত যাওয়ার সময় ঐদিনের আসর নামাজ পড়লে তা হয়ে যাবে। পরবর্তীতে কাযা করতে হবে না)
দুই সময়ে নফল নামাজ পড়া যায় না।
১. ফজর নামাজ থেকে ফারেগ হওয়ার পর সূর্যোদয় পর্যন্ত।
২. আসর নামাজ থেকে ফারেগ হওয়ার পর সূর্যাস্ত পর্যন্ত।
এছাড়া ইশরাকের ওয়াক্ত হয় সূর্য উদয়ের ১৫ মিনিট পর থেকে দ্বিপ্রহরের আগ পর্যন্ত। তবে এসময়ের প্রথমার্ধে ইশরাক্ব পড়া উত্তম।দ্বিতীয়ার্ধে "চাশত" তথা "সালাতুল দুহা" পড়া উত্তম।
আমাদের এদেশের পরিভাষা অনুযায়ী "আওয়াবীনের নামাজ" হলো মাগরিবের পর থেকে ইশা পর্যন্ত। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম "সালাতুত দুহা"কে "সালাতুল আউওয়াবীন" আখ্যা দিয়েছেন।
এ সব বিষয়ে আরও জানতে এবং প্রতিদিনের সময় দেখতে আমাদের এই অ্যাপস "নামাজের সময়" দেখুন।
عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : سَمِعْتُ غَيْرَ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهُمْ عُمَرُ بْنُ الْخَطَّابِ - وَكَانَ مِنْ أَحَبِّهِمْ إِلَيَّ - أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الصَّلَاةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَعَنِ الصَّلَاةِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ.
সুনানু তিরমিজী ১৮৩
عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : أُصَلِّي كَمَا رَأَيْتُ أَصْحَابِي يُصَلُّونَ، لَا أَنْهَى أَحَدًا يُصَلِّي بِلَيْلٍ وَلَا نَهَارٍ مَا شَاءَ، غَيْرَ أَنْ لَا تَحَرَّوْا طُلُوعَ الشَّمْسِ وَلَا غُرُوبَهَا.
বোখারী ৫৮৯
سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ الْجُهَنِيَّ يَقُولُ : ثَلَاثُ سَاعَاتٍ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَانَا أَنْ نُصَلِّيَ فِيهِنَّ، أَوْ أَنْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا : حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ، وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ، وَحِينَ تَضَيَّفُ الشَّمْسُ لِلْغُرُوبِ حَتَّى تَغْرُبَ.
মুসলিম ৮৩১
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন