আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

প্রশ্ন: ৩৫১৬ - আসসালামুয়ালাইকুম,<br/><br/>আমি একটি বিষয় সম্পর্কে জানতে চাই। আসলে প্রশ্নটি করা ঠিক হবে কি না সঠিক জানি না। যদি ভুল হয় তাহলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।<br/><br/>প্রশ্নঃ পবিত্র কুরআনের একটি আয়াত সম্পর্কে জানতে চাই<br/><br/>আয়াতঃ নিশ্চয়ই নামায বাধা দেয় অশ্লীল ও গর্হিত বিষয়সমূহ থেকে। -সূরা আনকাবূত (২৯) : ৪৫<br/>এই আয়াতে বলা হয়েছে যে নামাজ সকল পাপ কাজ থেকে বিরত রাখে।‌ কিন্তু এখন কথা হল আলহামদুলিল্লাহ আমি নিয়মিত নামাজ আদায় করি। কিন্তু এর পরও মাঝেমধ্যে গোনাহ করি এখন এর মানে‌ কি আমার নামাজ আদায় সঠিক হচ্ছে না। আসলে বিষয়টি নিয়ে আমি খুব চিন্তিত। দয়া করে উত্তর দিবেন। | মুসলিম বাংলা