আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

জুতা পরিহিত অবস্থায় খানা খাওয়া যাবে কি?

প্রশ্নঃ ৩৪২৯৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ফোর্সের চাকরি করি।মেসে ডাইনিং এ খাওয়া হয়। খাওয়ার সময় জুতা স্যান্ডেল পায় থাকে এজন্য কি গুনাহ হবে?

৪ জুন, ২০২৩
শ্রীপুর

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


জুতা খুলে খাবার খাওয়া সুন্নাত। কেননা, তার মধ্যে বেশী আরাম রয়েছে। তবে এমন নয় যে, জুতা পরে খাওয়া যাবে না এবং গুনাহও নয়।
হাদীস শরীফে এসেছে, আনাস রাযি. বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
إِذَا أَكَلْتُمُ الطَّعَامَ فَاخْلَعُوا نِعَالَكُمْ فَإِنَّهُ أَرْوَحُ لِأَقْدَامِكُمْ

যখন তোমরা খানা খাবে তখন জুতাগুলো খুলে রাখবে। কেননা, এতে পাগুলো বেশী আরাম পাবে। (মুস্তাদরাকে হাকেম ৭২১১)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১৭১৮২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
জনাব যদি এখানে ২ ব্যাক্তি একত্রিত হয়েছে এবং তারা একে অপরকে সালাম দিচ্ছে মূলত তাদের ২ জনের
মধ্যে আমি হলাম ওপর কেউ, এখন আমার প্রশ্ন হলো তারা যে একে অপরকে সালাম দিল সেই সালামের জবাব কী আমাকে দেওয়া লাগবে?
যেমন আমি ক্লাসে যাওয়ার পর স্যার যখন ক্লাসে আসেন তখন সবাই সালাম দেয় স্যার কে, এখন আমাকে কী ঐ সালামের ও জবাব দেওয়া লাগবে যা ওরা সবাইমিলে স্যার কে দিয়েছে, যেমন আমার আব্বু কল দিছেন আম্মু কল রিসিব করে সালাম দিছেন পাশে আমি ছিলাম এতে এর জবাব দেওয়া আমার ওপর ওয়াজিব হবে


২শায়খ যদি রোজা অবস্থায় হাতের তালুর একটা অংশ আমার জিহবার আগাতে একটু লাগে এবং তা একটু লবনাক্ত হয়, হাত ঘামার কারনে, আর আমি যদি তখন থুথু না ফেলে থুথু খেয়ে ফেলি তখন আমার রোজার কোনো ক্ষতি হবে কী,

রমজানে রমজান সম্পর্কীত প্রশ্ন করার কথা কিন্তু শায়খ ১ ম প্রশ্নটির জন্য আমি শান্তি তে থাকতে পারছিনা, দয়া করে আমার ২ টি প্রশ্নের উত্তর দিয়ে, আমাকে মুক্তি করবেন,
জাযাকাল্লাহ খাইরান
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২০ এপ্রিল, ২০২২
WW৩৯+MJW