আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বার্ধক্যের কারণে অন্যকে দিয়ে নাভির নিচের পশম পরিষ্কার করানো।

প্রশ্নঃ ৩৩৮৪৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্নটি হলো । কোন ব্যক্তি‌ যদি এমন অবস্থায় পৌঁছে যে সে বেশি বয়স্ক হওয়ার কারনে নিজের কাজ নিজে করতে পারেনা । এমতাবস্থায় কি তার গোপন অংগের পশম সে তার নাতি বা নাতনি নিজের ছেলে বা মেয়ের মাধ্যমে পরিস্কার করাতে পারবে ?

১৬ জুন, ২০২৩
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


কেউ যদি বার্ধক্য বা অসুস্থতার কারণে নিজে নিজে নাভির নিচের পশম পরিষ্কার করতে না পারে। তাহলে সেক্ষেত্রে সম্ভব হলে স্বামী/স্ত্রীর মাধ্যমে পরিষ্কার করে নিবে।
যদি তা সম্ভব না হয় তাহলে পুরুষ হলে অন্য পুরুষ দিয়ে আর মহিলা হলে অন্য মহিলা দিয়ে পরিষ্কার করে নিবে। এক্ষেত্রে পরিষ্কারকারী যতটা সম্ভব সতর কম দেখার চেষ্টা করবে এবং হাতে গ্লাভস পড়ে নিবে।
في جامع الجوامع حلق عانته بيده وحلق الحجام جائز إن غض بصره كذا في التتارخانية
ফতোয়ায়ে আলমগীরী ৫/৩৫৮

والله اعلم بالصواب

মুফতী আবু সাঈদ উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন