অবৈধভাবে বিদেশ যাত্রা
প্রশ্নঃ ২৭২৫৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেকই দেখা যায় অবৈধ পথে ইউরোপ যায়, এক্ষেত্রে কি অবৈধ পথে ইউরোপ গিয়ে টাকা উপার্জন করা যায় হবে৷ দালালরা যে যায় তার কাছে থেকে পুরোপুরি টাকা নেয় ঠিকেই। শুকরিয়া
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
অবৈধভাবে বিদেশে যাওয়া কখনই উচিত নয়। এটা সম্পূর্ণ অন্যায়। (সেটা যেই উদ্দেশ্যেই হোক) এতে জেল জরিমানাসহ জান মালের চূড়ান্ত হুমকি রয়েছে। অতএব বিদেশ গমন করলে বৈধ পথেই যাওয়া আবশ্যক। অবশ্য কেউ অবৈধ পথে বিদেশ গিয়ে পরিশ্রম করে হালাল পন্থায় অর্থ উপার্জন করলে তার এই উপার্জিত টাকা পয়সা হালাল হবে।
بیرونِ ملک جانے کے لیے غیر قانونی طریقے اختیار کرنا (خواہ کسی بھی مقصد کے لیے اختیار کیے جائیں) قانوناً جرم ہے، اور اپنی جان اور عزت خطرے میں ڈالنا ہے، جس کی شرعاً اجازت نہیں، تاہم اگر کوئی شخص مذکورہ طریقہ سے باہر چلاگیا، اور حلال نوکری مل گئی تو اس کی تنخواہ کو ناجائز نہیں کہا جاسکتا ہے، بشرطیکہ وہ اپنی ذمہ داری کو پوری ایمان داری سے انجام دے، اس میں کسی قسم کی کمی و کوتاہی نہ کرے۔
فتوی نمبر : 144106200496
دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন