মেয়েদের সাদা স্রাবের হুকুম
প্রশ্নঃ ২৬৬৯৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মেয়েদের অতিরিক্ত সাদা স্রাব হলে কি ফরজ গোসল আবশ্যক?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরিয়তের দৃষ্টিতে সাদা স্রাব নাপাক। এটি নির্গত হলে গোসল ফরজ হয় না; বরং ওযূ নষ্ট হয় এবং এবং যেখানে এটি লাগে সেই জায়গা ধুয়ে পবিত্র করে নিতে হয়। সুতরাং আপনি প্যাড বা টিস্যু ব্যবহার করে নাপাকি ছড়িয়ে পড়াকে নিয়ন্ত্রণ করবেন। তারপর যতটুকু তে নাপাকি লেগেছে, ততটুকু ধুয়ে নিয়ে ওযূ করে নামায আদায় করবেন।
যদি কারো ক্ষেত্রে এটি লাগাতরভাবে বের হতে থাকে; এতটুকু সময় পাওয়া যায় না যে, যার মাঝে ফরজ নামাযটুকু আদায় করা যায়, তাহলে শরয়ী পরিভাষায় তাকে মুস্তাহাযা মহিলার হুকুমে ধরা হবে। অর্থাৎ তাকে মা’যূর বা অক্ষম বলে গণ্য করা হবে। মুস্তাহাযা বা মা’যূর ব্যাক্তির ন্যায় প্রতি ওয়াক্তে সে ওযূ করবে এবং ওযূর পূর্বে স্রাব ধুয়ে নিবে। এ অজু দিয়ে ফরজ বা নফল যত রাকাত নামায পড়তে চায় পড়ে নিবে, কুরআন শরিফ স্পর্শ করতে পারবে। এ সময় স্রাব নির্গত হতে থাকলেও কোন অসুবিধা নেই। কিন্তু পরের নামাযের সময় হয়ে গেলেই ওযূটি ভেঙ্গে যাবে। আবার নতুন করে ওযূ করে নামায পড়তে হবে। (www.banuri.edu.pk ফতওয়া নং 144003200404)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন