আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করার ভয়াবহতা

প্রশ্নঃ ২৫১৭০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা কোন প্রতিষ্ঠান করি যেমন মাদরাসা, তো অনেক প্রতিষ্ঠানের পরিচালকদেরকে দেখা যায় তারা মাদ্রাসার টাকা মেরে খেয়ে বসে, মেরে খায়,হযরতের কাছে আমার জানার বিষয় হলোএই যে টাকা মেরে খাচ্ছেএই টাকা মেরে খাওয়া জায়েজ আছে কি ?জানালে উপকৃত হবো ।

২৭ নভেম্বর, ২০২২
পাবনা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন:

أَلَا لَا تَظْلِمُوا، أَلَا لَا تَظْلِمُوا، أَلَا لَا تَظْلِمُوا، إِنَّهُ لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ،

শুনে রাখ! তোমরা জুলুম করো না। শোনো! তোমরা জুলুম করো না।শোনো! তোমরা জুলুম করো না। কোন মানুষের সন্তুষ্টি ছাড়া তার সম্পদ অন্য কারো জন্য হালাল নয়।
—মুসনাদ আহমাদ ২০৬৯৫

কাজেই যারা এভাবে সম্পদ আত্মসাৎ করে কেয়ামতের ময়দানে তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। তাছাড়া মাদরাসা-মসজিদ কিংবা এমন কোনো প্রতিষ্ঠান যেখানে হাজারো মানুষের অর্থ সংশ্লিষ্ট আছে সেগুলো মেরে খাওয়া তো আরও ভয়াবহ গুনাহ। কেননা কারো ব্যক্তিগত সম্পদ আত্মসাৎ করলে হয়তো তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া যেতেও পারে কিন্তু যেখানে হাজারো মানুষের সম্পদ যুক্ত আছে সেখানে কি এটা সম্ভব? আলাহ তায়ালা আমাদের সহিহ বুঝ ও তাকওয়া দান করুন।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মুফতি সাইদুজ্জামান কাসেমি
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর