আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

নবীজির রওজা আগে জিয়ারত করবে? নাকি বাইতুল্লাহ?

প্রশ্নঃ ২৩২৯১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হচ্ছে একজন লোক আমাকে বলেছেন যে কেও নিয়ত করে প্রথমে নবিজী সা: এর রওজা আগে জিয়ারত করার জন্য মদিনায় যেতে পারবে না।প্রথমে আগে আল্লাহর ঘর কাবা শরীফ আগে জিয়ারত করতে হবে।তারপর নবিজী সা: এর রওজা শরীফ জিয়ারত করতে পারবে।আমার প্রশ্ন হচ্ছে প্রথমে মদিনায় নবিজী সা: এর রওজা জিয়ারত করতে পারবে? উত্তর জানলে উপকৃত হতে পারতাম।

৬ অক্টোবর, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


মুহতারাম, ঐ ব্যক্তির কথা সঠিক নয়।
কোনরূপ শরয়ী দলিল ছাড়া এরকম বলা দ্বীনের ব্যপারে বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়।
কাবা শরীফ যিয়ারতের আগে মসজিদে নববীতে হাযির হয়ে রওযায়ে নববী যিয়ারতের অনুমতি আছে। এটা শরীয়তসিদ্ধ বিষয়, এক্ষেত্রে শরীয়ত অবকাশ দিয়ে রেখেছে যে, আপনি চাইলে আগে বাইতুল্লাহ যাবেন অথবা আগে রওযায়ে নববী যিয়ারত করবেন।
শরীয়ত অনুমোদিত এই অবকাশকে সীমাবদ্ধ করার অধিকার কারো নেই,এটা সুস্পষ্ট বাড়াবাড়ি।

আপনার অন্য প্রশ্নটি আলাদাভাবে করুন।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মুসলিম বাংলা ইফতা বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন