আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

গর্ভাবস্থায় কি সুন্নত নামাজ ছেড়ে দেওয়া যাবে?

প্রশ্নঃ ২৩২৮৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত শায়েখ! গর্ভাবস্থায় সালাত আদায় করতে খুব কষ্ট হয় তাহলে সে কি শুধু প্রতি ওয়াক্তের ফরজ সালাত আদায় করতে পারবে? একটি জানালে খুব উপকৃত হতাম।

৫ ডিসেম্বর, ২০২৩
ঢাকা ১৩৬১

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


বিনা ওজরে সুন্নত নামাজ ছেড়ে দেয়া জায়েজ নাই। নামাজের আগে-পরের সুন্নতগুলোর গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সা. এর প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন। এমনকি কখনো তারও যদি নামাজের আগের সুন্নত ছুটে যেত তখন সেটা নামাজের পর পড়ে নিতেন।
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম যদি যুহরের পূর্বে চার রাকাআত না আদায় করতেন তবে যুহরের (ফরযের) পর তা আদায় করতেন। (তিরমিযী ৪২৬)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَزَيْدُ بْنُ أَخْزَمَ، وَمُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالُوا حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ الْكُوفِيُّ، حَدَّثَنَا قَيْسُ بْنُ الرَّبِيعِ، عَنْ شُعْبَةَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا فَاتَتْهُ الأَرْبَعُ قَبْلَ الظُّهْرِ صَلاَّهَا بَعْدَ الرَّكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ ‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ لَمْ يُحَدِّثْ بِهِ إِلاَّ قَيْسٌ عَنْ شُعْبَةَ ‏.‏

আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের চার রাকআত সুন্নাত ছুটে গেলে, তিনি তা যোহরের দু রাকআত সুন্নাতের পর পড়তেন। (ইবনে মাজাহ ১১৫৮)

কাজেই সুন্নত ছাড়া যাবে না। তবে যদি কেউ একেবারে অনোন্যপায় হয়ে যায় তাহলে ভিন্ন কথা। আমাদের জানা মতে গর্ভকালীন সময়ে নামাজ পড়তে কিছুটা কষ্ট হলেও সুন্নত পড়তে খুউব বেশী কষ্ট হয় না। তবে বিশেষ কারণে কোনো নারী যদি পড়তে সক্ষম না হন তাহলে তার জন্য সাময়িকভাবে সুন্নত না পড়ার অবকাশ থাকবে। তবে বিষয়টি অবশ্যই সরাসরি কোনো আলেমের কাছ থেকে নিজের শারীরিক বিবরণ পেশপূর্বক জেনে নিত হবে।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মুফতি সাইদুজ্জামান কাসেমি
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন