আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

রোগী মার্কেটিং করে টাকা উপার্জন!!

প্রশ্নঃ ২২৪৫৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বর্তমানে প্রচলিত মারকেটিং করা জায়েজ আছে কিনা বিশেষ করে হসপিটাল মারকেটিং,এখানে সিস্টেম হল কমিশন পাশাপাশি মার্কেটিং লোকদেরকে একটি বেতন নির্ধারণ করাহয়, যদি তাদের টার্গেট পুরণ হয় তারপর থেকে তাদেরকে একটি পার্সেন্ট দেওয়া হয়। পাশাপাশি একজন রোগী হসপিটালে আসে হসপিটাল থেকে সেবানেয় আর যদি সে মার্কেটিংয়ের মাধ্যমে আসে মার্কেট থেকে সেবানেয় তাহলে তার টাকার পরিমান কোন পরিবর্তন হয়না বরং মার্কেটিংয়ের মাধ্যমে আসলে মার্কেটিং ইচ্ছা করলে রোগীকে কিছু ডিসকাউন্ট করতে পারেন এভাবে হাসপাতাল থেকে একটা কমিশন নেওয়া, বেতনভোগী হয়ে কাজ করা জায়েজ আছে কিনা বিস্তারিত যদি জানাতেন অনেক উপকৃত হতাম

২৯ জুলাই, ২০২৪
নারায়ণগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


পরিবেশ পরিস্থিতি ও সমাজের প্রচলন এর উপর ভিত্তি করে বিভিন্ন নিয়ম-কানুন পরিবর্তন হয়। এটি অস্বাভাবিক নয়।
একটি সময় ছিল, কোম্পানির পক্ষ থেকে বেতন নির্ধারিত হতো, কর্মীদের কাজের পরিমাণ যাই হোক, বেতনের পরিমাণ একই থাকতো।
এখন সময়ের পরিস্থিতির তাগিদে কর্মীদের কাছ থেকে বেশি কাজ নেওয়ার উদ্দেশ্যে বেতনের নতুন পলিসি গ্রহণ করা হয়ে থাকে একটি নির্দিষ্ট বেতন কোম্পানি থেকে ধার্য হয় এরপর কাজের ভিত্তিতে কোম্পানি থেকে কমিশন ও পার্সেন্টেজ দেয়া হয়।
আপনার হাসপাতাল কোম্পানি থেকে বেতনের বর্তমান এই পলিসি নাজায়েয নয়। মাসের নির্ধারিত বেতন ও মার্কেটিং এর সূত্র ধরে আগত রোগীদের কাছ থেকে প্রদত্ত কমিশন আপনার জন্য হালাল।

المُسلِمونَ على شُروطِهِم، والصُّلحُ جائِزٌ بَينَ المُسلِمينَ.
الراوي : أبو هريرة | المحدث : شعيب الأرناؤوط | المصدر : تخريج سنن الدارقطني
الصفحة أو الرقم : 2890

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন