প্রশ্নঃ ২১৩৭০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ ইসলামের দৃষ্টিতে ক্রিকেট খেলার ধারাভাষ্য কি রেডিওতে শোনা যাবে? অথবা বিজ্ঞাপন এড়িয়ে মোবাইলে টিভি চ্যানেলে খেলা দেখা যাবে? অথবা যদি ওয়েবসাইটে খেলার স্কোর দেখি,তবে কি দেখা যাবে।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা সময়ের কসম করেছেন। কেননা আল্লাহ তায়ালার কাছে সময়ের মূল্য অনেক বেশী। আল্লাহ তায়ালা ইরশাদ করেন
وَالْعَصْرِ- إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ - إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ -
অর্থ: মহাকালের শপথ! সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত; তারা ব্যতীত, যারা ঈমান আনে, সৎকর্ম করে এবং একে অন্যকে সত্যের উপদেশ দেয় ও একে অন্যকে সবরের উপদেশ দেয়। (সুরাতুল আসর)
হাশরের ময়দানে বান্দার প্রতিটি মূহুর্তের হিসাব নেওয়া হবে। আপনি যেই বিষয়টি জানতে চাচ্ছেন সেখানে আমাদের না আছে কোনো জাগতিক ফায়েদা আর না আছে পরলৈকিক ফায়দা। আর শরিয়তের দৃষ্টিতে এজাতীয় বিষয়ে অনর্থক বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। হাদিস শরিফে এজতীয় অনর্থক বিষয় পরিহার করতে নিদের্শ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন,
مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ. رَوَاهُ التِّرْمِذِيُّ، وقَالَ: حَسَنٌ.
কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অর্থহীন কথা বা কাজ ত্যাগ করা।’ (তিরমিজি, হাদিস : ২৩১৮)।
কাজেই রেডিওতে ক্রিকেট খেলার ধারাভাষ্য শোনা বা মোবাইলে/টিভি চ্যানেলে খেলা দেখা অথবা ওয়েবসাইটে খেলার স্কোর জায়েজ হবে না। আর আপনি বিজ্ঞাপন এড়িয়ে কিভাবে দেখবেন। সেটা কি আদৌ সম্ভব? আমাদের জানা নাই। সম্ভব হলেও উপরোক্ত কারণে জায়েজ হবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন