প্রশ্নঃ ১৮৯০৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
মোবাইলফোনে শুধু ছেলে এবং মেয়ের কথোপকথনের মাধ্যমে বিয়ের প্রস্তাব দেয়া ও গ্রহণ / কবুল করা হলে হানাফী মাজহাব অনুযায়ী সেই বিয়ে কি সম্পন্ন হয়ে যাবে?
[বি.দ্র. কোনো সাক্ষীর উপস্থিতি ছাড়া ]
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মোবাইলে বিবাহ করার সঠিক পদ্ধতি জানতে নিচের রেফারেন্স উত্তরটি দেখুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ১৮৫৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মোবাইলে বিয়ের হুকুম কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মোবাইলে বিবাহ প্রসঙ্গে আমাদের সমাজে বিভিন্ন ধরণের সিস্টেম চালু আছে যার অনেকগুলোই শরীয়ত সমর্থিত নয়। বরং এধরনের সংকটময় মুহূর্তে শরীয়ত সমর্থিত পদ্ধতি হলো, ছেলে অথবা মেয়ে কোন একজনের পক্ষ থেকে অপরজনকে কিংবা তৃতীয় কোনো ব্যক্তিকে উকিল নিযুক্ত করা হবে। যিনি অপর পক্ষের কাছেই আছেন। এরপর দায়িত্বপ্রাপ্ত উকিল দুইজন সাক্ষীর উপস্থিতিতে নিজের উকিল নিযুক্তিরর বিষয়টি উল্লেখপূর্বক সেখানে বিবাহের আসর (মজলিস) হবে সেখানে তার মক্কেলের পক্ষ থেকে অন্তত দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিবাহের ঈজাব অথবা কবুল করার মাধ্যমে বিবাহ সম্পন্ন করবেন। যদি উকিলকেই বিবাহের উদ্দেশ্যে ওকালতির দায়িত্ব দেওয়া হয়ে থাকে তাহলে উকিল তাকে বিবাহ করতে পারবে।
فى الدر المختار- ( و ) شرط ( حضور ) شاهدين ( حرين ) أو حر وحرتين ( مكلفين سامعين قولهما معا ) (الدر المختار ، كتاب النكاح،-3/9)
প্রমাণাদিঃ
{আদ দুররুল মুখতার-৩/৯, ফাতওয়ায়ে হিন্দিয়া-১/২৬৮}
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন