প্রশ্নঃ ১৮১৯৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার বাবা ২ টি বিয়ে করেছেন।
আমার মা ২য় পক্ষ্য আর আমি সবার বড়,
এখন আমার ১ম পক্ষ্য মা আমাদের সাথে মুখে মুখে ভালো বললেও বিপরীতে আমাদের গীবত ও খারাপ মন্তব্য করেন,,,
এখন আমি কি আমার নিজের মায়ের মতই ব্যাবহার করতে হবে নাকি না।
ওনার সাথে যদিও আমি কখনো খারাপ আচরন করিনি,
এখন আমি চাচ্ছি ওনার সাথে কোনো রকম কথা না বলতে এই ক্ষেত্রে আমার কি গুনাহ হবে।
উত্তর টা দিলে উপকৃত হবো।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সৎ মা যদিও আপন মায়ের মতো নন, এবং নিজ সন্তানের ওপর মায়ের যেমন কতিপয় হক থাকে সৎ মায়ের ক্ষেত্রে যদিও সেগুলে প্রযোজ্য নয়।তথাপিও যেহেতু তিনিও মাহরাম আত্মীয় এবং পিতার স্ত্রী হিসেবে তিনিও মা। কাজেই তার সাথে সর্বোত্তম ব্যবহার করাই শরীয়তের দাবী।
সম্মানিত প্রশ্নকারী!
আমরা সৎ মায়ের সাথেও উত্তম আচরণ কামনা করি। যদি তিনি কোনো অন্যায় করেন যথাসম্ভব তাকে শুধরে দেওয়ার চেষ্টা করতে হবে। আর তার সাথে কথা বন্ধ করা কিংবা সম্পর্ক ছিন্ন করাও জায়েজ হবে না। আল্লাহ তায়ালা আমাদের বুঝা এবং আমল করার তাওফিক দান করুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন