আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৭০০০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, Assalamuyalaikum, প্রশ্ন ঃ আমি একটা জমি বিক্রি করেছি আমার যাকাতের হিসাব শুরু হওয়ার আগে এবং শবে বরাতের আগে। জমিটা বিক্রি করেছি এখন আমি ওখান থেকে আবার একটা নির্দিষ্ট অংকের টাকা দিয়ে আবার পুনরায় জমি কিনব (জমি খোঁজা হচ্ছে) । এখন ওই পুরা টাকা আমার একাউন্টে আছে আমি অন্য কোন কোন কাজে ব্যবহার করিনি। এই টাকাটার কি যাকাত দিতে হবে কিনা আমার প্রশ্ন ছিল।

১৯ এপ্রিল, ২০২২
Dhaka

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





মাসয়ালা:- কারো কাছে সোনা-রুপা, টাকা-পয়সা কিংবা বাণিজ্যদ্রব্য পৃথকভাবে বা সম্মিলিতভাবে নিসাব পরিমাণ ছিল, বছরের মাঝে (বা শেষে) এ জাতীয় আরো কিছু সম্পদ কোনো সূত্রে পাওয়া গেল এক্ষেত্রে নতুন প্রাপ্ত সম্পদ পুরাতন সম্পদের সঙ্গে যোগ হবে এবং পুরাতন সম্পদের বছর পূর্ণ হওয়ার পর সমুদয় সম্পদের যাকাত দিতে হবে। বছরের মাঝে যা যোগ হয়েছে তার জন্য পৃথক বছর পূর্ণ হওয়া লাগবে না।-মুসান্নাফে আবদুর রাযযাক হাদীস ৬৮৭২,৭০৪০,৭০৪৪; মুসান্নাফে ইবনে আবী শায়বা হাদীস ১০৩২৫,১০৩২৭

সম্মানিত প্রশ্নকারী!
ওপরের আলোচনা থেকে আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আগের সম্পদের সাথে যোগ করে বর্তমানে থাকা পুরো টাকারই জাকাত দিতে হবে।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন