প্রশ্নঃ ১৫৬৫১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,
আমি ২লাখ টাকা এডভান্স দিয়ে একটা দোকান নিয়েছি।।সেই টাকা বাদে দোকানে মালামাল বাবদ ২লক্ষ টাকা আমাকে একজন ব্যবসায় করার জন্য দিয়েছে,মাসিক লাভ জখন করি,তাকে সেখান থেকে কিছু লভাংশ দেয়া হয়।।এখন কথা হচ্ছে,,সেই লাভের টাকা জমিয়ে ১লক্ষ টাকার মত হয়েছে,,সেইটার কি যাকাত আমাকে দিতে হবে??দিলেও কতটুক দিতে হবে।।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জি। লভ্যাংশের জমানো টাকার যাকাত দিতে হবে। নগদ টকায় বর্তমানে যাকাতের নেসাব হলো আনুমানিক 47520 টাকা। (52.5*900=47250 রূপার বাজর মূল্যে কিছুটা কমবেশী হতে পারে।) যদি ওই পরিমাণ টাকা কারো কাছে একবছর বিদ্বমান থাকে তাহলে তার 2.5% জাকাত দিতে হবে। সেই হিসেবে আপনার কাছে থাকা টাকাগুলো যদি পূর্ণ এক চন্দ্রবর্ষ জমা থাকে তাহলে সেগুলোর 2.5% বা 2500 টকা জাকাত দিতে হবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন