প্রশ্নঃ ১৪৩৭৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
প্রিয় শায়েখ । আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছেন!
শায়েখ আমার প্রশ্ন হচ্ছে, এক বোনের তালাক হয়েছে আজ প্রায় ৪ বছর হয়ে গেল । কিন্তু ওই বোন বলতেছে যে উনাদের ইসলামিক তরিকায় তালাক হয়েছে কিনা। কারণ উনার স্বামী সৈয়দপুরে থাকেন তো ওইখান থেকেই (স্বামী) সে একটি ডিভোর্স নামা পাঠায় সেই ডিভোর্স নামায় তিন তালাক উল্লেখ্য করা আছে কিন্তু তার স্ত্রী অর্থাৎ আমার বোনের প্রশ হলো । উনার স্বামীর মুখে সে তিন তালাক শুনেনি তো সেই কাগজের ডিভোর্স নামায় কি ডিভোর্স হয়ে যাবে ইসলামিক তরিকায় /
আসসালামু আলাইকুম শায়েখ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ফিকহের একটি মূলনীতি আছে -
الكتاب نأى كابيتال ممن دنى
অর্থাৎ- দূরবর্তী ব্যক্তির নিকট চিঠি প্রেরণ করা, নিকটবর্তী ব্যক্তিকে সম্বোধন এর ন্যায়। (কাওয়াইদুল ফিকহ- 222)
উল্লেখিত কায়দা অনুযায়ী বুঝা যাচ্ছে কারো নিকট চিঠির মাধ্যমে অথবা অন্য কোন ভাবে লিখে মনের ভাব প্রকাশ করা, এটা মৌখিক সম্বোধন এর মতই। সুতরাং আপনার বোনকে যদি তার স্বামী লিখিতভাবে ডিভোর্স নামা বা তালাক নামা পাঠায়তাহলে তাতে যত তালাক উল্লেখ থাকবে তা কার্যকর হয়ে যাবে, আপনার বোন আপনার ভগ্নিপতির মুখ থেকে শুনুক বা না শুনুক, তালাক পতিত হয়ে যাবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন