আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

পড়াশোনা ফাঁকি দিয়ে জিকির করা

প্রশ্নঃ ১৪৩৪৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আম্মু আব্বু সারাদিন চিল্লাচিল্লি করে পড়তে বসতে বলে। তখন আমি পড়তে বসি। কিছুক্ষণ পরে যখন ক্লান্ত লাগে বইয়ের দিকে তাকিয়ে থেকে তাসবিহ পাঠ করি । কিন্তু আব্বু আম্মুকে দেখাই যে আমি পড়তেসি। এতে আমি কোনো রকম কোনো প্রকার গুনাহ করছি?

১৮ অক্টোবর, ২০২৩
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


তাসবিহ পাঠ করা বা জিকির আজকার করা অত্যন্ত ভালো এবং অসংখ্য সাওয়াবের কাজ। কিন্তু নিজের ওপর অর্পিত দায়িত্ব বা নির্দিষ্ট সময়ের পড়াশোনা ফাঁকি দিয়ে জিকির করা কাম্য নয়।

পড়াশোনায় ক্লান্তি আসাটা স্বাভাবিক। এমন পরিস্থিতি হলে ছলচাতুরী কিংবা লুকোচুরি না করে প্রকৃত অবস্থা অভিভাবকদের বুঝিয়ে বলুন।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন