কাউকে কষ্ট দিলে করণীয়
প্রশ্নঃ ১৩৯১৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি কাউকে কষ্ট দিলে করণীয় কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যাকে কষ্ট দিয়েছেন তার কাছে ক্ষমা চেয়ে নিবেন। এতে সাময়িকভাবে আপনি যদিও তার কাছে কিছুটা ছোট হবেন কিন্তু আল্লাহ তায়ালার কাছে আপনি প্রকৃত বিনয়ী হিসেবে বিবেচিত হবেন। এবং পরবর্তীতে আল্লাহ তায়ালা আপনাকে বড় বানিয়ে দিবেন। কেননা, হাদিস শরিফে আছে নবী সা. ইরশাদ করেন-
عَن عمر قَالَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ: يَا أَيُّهَا النَّاسُ تَوَاضَعُوا فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ تَوَاضَعَ لِلَّهِ رَفَعَهُ اللَّهُ فَهُوَ فِي نَفْسِهِ صَغِيرٌ وَفِي أَعْيُنِ النَّاسِ عَظِيمٌ وَمَنْ تَكَبَّرَ وَضَعَهُ اللَّهُ فَهُوَ فِي أَعْيُنِ النَّاسِ صَغِيرٌ وَفِي نَفْسِهِ كَبِيرٌ حَتَّى لَهُوَ أَهْوَنُ عَلَيْهِمْ مِنْ كَلْبٍ أَوْ خنزيرٍ»
হযরত উমর (রাঃ) একদা মিম্বরে দাঁড়াইয়া বলিলেন, হে লোকসকল! তোমরা বিনয়ী হও। আমি রাসূলুল্লাহ্ ﷺ কে বলিতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ্ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সে নিজের কাছে ছোট এবং মানুষের চোখে সম্মানী হয়। পক্ষান্তরে যে ব্যক্তি অহংকার করে, আল্লাহ্ তাকে হেয় করে দেন। মানুষের সে চোখে তুচ্ছে পরিণত হয় এবং নিজেকে বড় মনে করে। পরিশেষে সে মানুষের কাছে কুকুর কিংবা শূকর অপেক্ষা ঘৃণিত ও তুচ্ছে পরিণত হয়।
মিশকাতুল মাসাবীহ
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নংঃ ৫১১৯
হাদীসের তাহকীক:তাহকীক চলমান
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/40064
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন