মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫১১৯
২০. তৃতীয় অনুচ্ছেদ - রাগ ও অহংকার
৫১১৯। হযরত উমর (রাঃ) একদা মিম্বরে দাঁড়াইয়া বলিলেন, হে লোকসকল! তোমরা বিনয়ী হও। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছিঃ যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ্ তাহার মর্যাদা বুলন্দ করিয়া দেন। সে নিজের কাছে ছোট এবং মানুষের চোখে সম্মানী। পক্ষান্তরে যে ব্যক্তি অহংকার করে, আল্লাহ্ তাহাকে হেয় করিয়া দেন। সে মানুষের চোখে তুচ্ছে পরিণত হয় এবং নিজের কাছে সে বড়। পরিশেষে সে মানুষের কাছে কুকুর কিংবা শূকর অপেক্ষা ঘৃণিত ও তুচ্ছে পরিণত হয়।
وَعَن عمر

قَالَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ: يَا أَيُّهَا النَّاسُ تَوَاضَعُوا فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ تَوَاضَعَ لِلَّهِ رَفَعَهُ اللَّهُ فَهُوَ فِي نَفْسِهِ صَغِيرٌ وَفِي أَعْيُنِ النَّاسِ عَظِيمٌ وَمَنْ تَكَبَّرَ وَضَعَهُ اللَّهُ فَهُوَ فِي أَعْيُنِ النَّاسِ صَغِيرٌ وَفِي نَفْسِهِ كَبِيرٌ حَتَّى لَهُوَ أَهْوَنُ عَلَيْهِمْ مِنْ كَلْبٍ أَوْ خنزيرٍ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫১১৯ | মুসলিম বাংলা