প্রশ্নঃ ১৩১৭৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি একটা মেয়েকে বিয়ে করার জন্য পছন্দ করলাম, মেয়েটা দ্বীনদার, আমার পরিবারের সবাই কে বিয়ের জন্য জানাইলাম, কেউ রাজি না, কারন মেয়ের বাবা মা কেউ নাই, এমন অবস্থায় আমি কি করতে পারি,, ঔ মেয়ের সাথে আমার কোনো সম্পর্কে নেই
আশাবাদী আমাকে সঠিক উত্তর টা দিবেন
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নিচের রেফারেন্স উত্তরটি অনুসরণ করুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ১২৬৫৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পাত্র একজন দীনদার মেয়েকে বিয়ে করতে চায়। সে ছাত্র (জগন্নাথ বিশ্ববিদ্যালয়-৪র্থ বর্ষ), ফ্রিল্যান্সিং এবং টিউশনি করায়, অনলাইনে ইসলামিক বই সেল করে; তার পরিবারকে বিয়ের গুরুত্ব বুঝিয়ে সে মানিয়ে নিয়েছে এবং কুফুর দিক থেকেও ঠিকঠাক। মেয়েও(জগন্নাথ বিশ্ববিদ্যালয়-৪র্থ বর্ষ পাত্রের ক্লাসমেট) এখানে বিবাহের মত দিয়েছেন, পাত্রের চরিত্র এবং দ্বীনের আগ্রহ দেখে; এবং সুন্নাতি তরিকাতে বিবাহের কথা মেয়েটি তার পরিবারে জানান। এবং ভবিষ্যতে পাত্র এর মেধা, জ্ঞান, বুদ্ধিমত্তার উপর সন্তুষ্ট থেকে অনেক ভালো কিছু আশা করেন।এক্ষেত্রে মেয়ের বাবা এবং ভাই দেখছেন ঢাকায় বাড়ি-গাড়ি, ধন-সম্পত্তি প্রভাব-প্রতিপত্তি,পজিশন বা চাকরি ভালো এমন কোনো দ্বীনদার পাত্র এবং বিয়ে করানোর ক্ষেত্রে সামাজিকতার খাতিরে ইসলাম পরিপন্থী বিজাতীয় সংস্কৃতির প্রতিপালন করাকে প্রাধান্য দিচ্ছেন।মেয়ের মতকে প্রাধান্য দিচ্ছেন না। ইসলামের বিধানকেও পরিপূর্ণ করছেন না।এক্ষেত্রে বলে রাখা ভালো পাত্র-পাত্রী দুজনেই ইসলামিক মনন ধারন করে বিধায় তথাকথিত সমাজের ন্যায় তাদের কোনো উঠবস ছিলো না। একে অপরের দ্বীন এর প্রতি আগ্রহ থাকার কারনে পছন্দ হয় এবং তাদের নিজ নিজ পরিবারে তাৎক্ষণিক বিষয়টি জানানো হয়।এক্ষেত্রে পাত্র ও পাত্রী - পাত্রীর পরিবারকে মানানোর ক্ষেত্রে করনীয় কি !?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী! ইতিপূর্বে আমাদের এই সেকশনে এজাতীয় বহু প্রশ্নে উত্তর দেওয়া হয়েছে। অনুগ্রহ করে মাসায়েলের সার্চবক্সে #পালিয়ে বিবাহ #পরিবারকে না জানিয়ে বিবাহ #কাফায়াত বা এজাতীয় কিছু লিখে সার্চ করে অপনার করণীয় সম্পর্কে জেনে নিতে পারেন।
তবে আমরা আমাদের সার্বিক অবস্থান বিবেচনা করে আপনাকে এই পরামর্শই দিব যেন বিষয়গুলো সম্পূর্ণ পারিবারিকভাবেই সমাধানের চেষ্টা করা হয়। সেক্ষেত্রে মান-অভিমান, মান্যবর ব্যক্তিদের মধ্যস্থতা, ওলামায়ে কেরামের নসিহত এবং অভিজ্ঞতালব্ধ উপদেশ ইত্যাদীর মাধ্যমে বিষয়গুলো সমাধানযোগ্য হতেও পারে বলে আমরা আশা করি।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন