অধিক স্বপ্নদোষ (احتلام) থেকে মুক্তির উপায়
প্রশ্নঃ ১৩১১৯১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বপ্নদোষ থেকে বাঁচার দোয়া জানতে চাই।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী ভাই, (احتلام ) স্বপ্নদোষ থেকে বাঁচার জন্য স্বাস্থ্যের খেয়াল রাখুন, কামনা উদ্দীপিতকারী কারণসমূহ (ব্যক্তি, চিন্তা ও উপকরণ—যেমন চলচ্চিত্র ইত্যাদি) থেকে দূরে থাকুন, এবং পাশাপাশি কোনো ভালো চিকিৎসকের সঙ্গে পরামর্শও করুন।
আর পাশাপাশি (احتلام ) স্বপ্নদোষ দূর করার জন্য নিচে উল্লেখিত ওযিফাগুলোর নিয়মিত আমল করুন।
১- ঘুমানোর সময় শাহাদাত আঙুল দিয়ে নিজের বুকে ‘عمر’ এভাবে লিখবেন যে, সামনে থেকে পড়তে গেলে পড়নেওয়ালা তা সোজা ভাবে দেখতে পায়। আল্লাহ তাআলার অনুগ্রহে অধিক (احتلام ) স্বপ্নদোষের রোগ দূর হয়ে যাবে।
২- বিছানায় যাওয়ার সময় ‘سورة الطارق’ পড়ে নিবেন, তাহলে ইনশাল্লাহ কখনোই অধিক (احتلام ) স্বপ্নদোষের রোগ হবে না; আর যদি আগে থেকে এই রোগ থেকে থাকে, তবে তা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে ইনশাল্লাহ।
(গঞ্জীনায়ে আসরার, পৃষ্ঠা: ১৫২, প্রকাশনা: বায়তুল হিকমাহ, দেওবন্দ)
হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. লিখেছেন,
“ঘুমানোর সময় ‘سورة الطارق’ পড়লে, (احتلام ) স্বপ্নদোষ থেকে হেফাজত থাকে।”
(আমালে কুরআনী, পৃষ্ঠা: ১০৯, প্রকাশনা: দারুল ইশাআত)
প্রথমে “رَّبِّ اَعُوۡذُ بِکَ مِنۡ ہَمَزٰتِ الشَّیٰطِیۡنِ وَاَعُوۡذُ بِکَ رَبِّ اَنۡ یَّحۡضُرُوۡنِ” পড়বেন এরপর قُلۡ اَعُوۡذُ بِرَبِّ النَّاسِ، قُلۡ اَعُوۡذُ بِرَبِّ الۡفَلَقِ، قُلۡ ہُوَ اللّٰہُ اَحَدٌ — এই সূরাগুলো তিনবার পড়ে হাতে দম করে (ফুঁ দিয়ে) মাথা থেকে শুরু করে পুরো শরীরে হাত বুলিয়ে নিবে।
আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা ও নিরাপত্তা দান করুন। আমিন।
"الجنب إذا أخر الاغتسال إلى وقت الصلاة لايأثم، كذا في المحيط".
(فتاوی عالمگیری, کتاب الطھارۃ،1/ 16، ط: المطبعة الكبرى الأميرية، بولاق مصر)
دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن, فتویٰ نمبر : 144503103059
دارالافتاء، دارالعلوم دیوبند، جواب نمبر: 149523
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন