প্রশ্নঃ ১৩০১১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
পাত্র ও পাত্রী পক্ষ উভয়ের পিতামাতার সম্মতিতে ২ জন সাক্ষীর সামনে কবুল করলাম বললো। দেনমোহর হিসেবে পাত্রী কিছু প্রতিশ্রুতি চেয়ে নিল, যেমন তাকে কিছু জান্নাতী আমল শিখিয়ে দিতে হবে। বিয়ে শেষে পাত্র নিজে খুতবা পড়লো। এই বিয়ে কি আল্লাহর কাছে কবুল হবে???
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিবাহ সহিহ হওয়ার জন্য ইজাব কবুল (প্রস্তাব গ্রহন) হওয়া আবশ্যক। একজনের প্রস্তাব ছাড়া শুধু কবুল করলে বিবাহ সহিহ হবেনা। কাজেই আপনার জিজ্ঞাসিত ওই বিয়েতে যদি কোনো পক্ষের ইজাব না থেকে থাকে তাহলে বিবাহ শুদ্ধ হয়নি।
মোহর শরিয়ত কর্তৃক নারীর একান্ত অধিকার। কোনো নারী যদি তার অধিকার ছেড়ে দেয় তাহলে তার অবকাশ আছে। তবে প্রশ্নোক্ত মহরের বিষয়টি নির্ভর করবে মেয়ের স্বীকৃতির ওপর।
.
খুতবা বিবাহের সুন্নত। সেটা বর নিজেও পড়তে পারে। এতে বিবাহর ক্ষতি হবে না।
মোহর সম্পর্কে বিস্তারিত জানতে নিচের রেফারেন্স উত্তরটি দেখতে পারেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ৯৫০৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর কারো যদি বিবাহ রেজিস্ট্রারি হয় এবং মোহর না হয় এমতাবস্থায় যদি কোন কারণবসত তালাক হয়ে যায় তাহলে কি ছেলের মোহরানা আদায় করতে হবে? দ্বিতীয়তঃ এমতাবস্থায় যদি মেয়ে অন্যত্র বিবাহ করতে চায় তাহলে কি ইদ্দত পালন করতে হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিবাহের পর স্বামী-স্ত্রীর প্রথম সাক্ষাতের (স্বামী স্ত্রীর মিলন কিংবা একান্ত সাক্ষাৎ এর) পূর্বেই তালাক হয়ে গেলে ইদ্দত পালন করতে হবে না।
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا نَکَحۡتُمُ الۡمُؤۡمِنٰتِ ثُمَّ طَلَّقۡتُمُوۡہُنَّ مِنۡ قَبۡلِ اَنۡ تَمَسُّوۡہُنَّ فَمَا لَکُمۡ عَلَیۡہِنَّ مِنۡ عِدَّۃٍ تَعۡتَدُّوۡنَہَا ۚ فَمَتِّعُوۡہُنَّ وَسَرِّحُوۡہُنَّ سَرَاحًا جَمِیۡلًا
অর্থ: হে মু’মিনগণ ! তোমরা মু’মিন নারীগণকে বিবাহ করার পর এদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দিলে তোমাদের জন্যে তাদের পালনীয় কোন ইদ্দত নেই যা তোমরা গণনা করবে। তোমরা এদেরকে কিছু সামগ্রী দিবে এবং সৌজন্যের সঙ্গে এদেরকে বিদায় করবে।
তাফসীর:
বিবাহের পর স্বামীর সঙ্গে নিবিড় সাক্ষাতের পর তালাক হলে স্ত্রীকে ইদ্দত পালন করতে হয়। সূরা বাকারায় (২: ২২৮) এ সম্পর্কে আলােচনা হয়েছে। এরূপ নারীর ইদ্দত হল তিন হায়েজ। তিন হায়েজ অতিক্রান্ত হওয়ার পর তার অন্যত্র বিবাহ জায়েয। যদি স্বামীর সঙ্গে নিবিড় সাক্ষাত না হয়ে থাকে, তবে কী হুকুম এ আয়াতে তা বর্ণিত হয়েছে। এরূপ ক্ষেত্রে নারীর উপর ইদ্দত পালন ওয়াজিব নয়; বরং তালাকের পরপরই তার অন্যত্র বিবাহ জায়েয হয়ে যায়। আয়াতে স্পর্শ দ্বারা নিবিড় সাক্ষাত বােঝানাে হয়েছে। অর্থাৎ এমন নিভৃত সাক্ষাত, যখন তারা মিলন; করতে চাইলে নির্বিঘ্নে করতে পারে, তাতে কোন বাধা থাকে না। এরূপ নিবিড় সাক্ষাত ঘটলে ইদ্দত ওয়াজিব হয়ে যায়, তাতে মিলন হােক বা নাই থােক।
তাদেরকে কিছু উপহার সামগ্রী দেবে', অর্থাৎ তালাকের মাধ্যমে বিদায় দানকালে এক জোড়া কাপড় দেবে। পরিভাষায় একে মুতআ' বলা হয়। মুতআ মােহরানার অন্তর্ভুক্ত নয়; বরং তার অতিরিক্ত। তালাক নিবিড় সাক্ষাতের আগে হােক বা পরে সর্বাবস্থায়ই স্ত্রীকে এটা দেওয়া স্বামীর কর্তব্য। আয়াতে বােঝানাে উদ্দেশ্য যে, কোন অবস্থাতেই যদি স্বামী-স্ত্রীতে বনিবনাও সম্ভব না হয় এবং তালাক দেওয়া অপরিহার্য হয়ে যায়, তবে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের বিষয়টি শত্রুতামূলকভাবে ও কলহপূর্ণ পরিবেশে ঘটানাে উচিত নয়; বরং শান্তিপূর্ণভাবে ও সৌজন্যের সাথেই সম্পন্ন করা চাই।
-----
মোহর ধার্য না হয়ে থাকলে এই মেয়ের তালাকের পর তাকে متعة তথা পোশাক-আশাক ও কিছু সামান-পত্র দেয়া ওয়াজিব। যার পরিমাণ مهر مثل তথা মেয়ের পিতার বংশীয় তার সমপর্যায়ের অন্যান্য মেয়েদের যেই পরিমান মহরে বিবাহ হয়েছিল তার অর্ধেকের বেশি না হয়।
وَاِنۡ طَلَّقۡتُمُوۡہُنَّ مِنۡ قَبۡلِ اَنۡ تَمَسُّوۡہُنَّ وَقَدۡ فَرَضۡتُمۡ لَہُنَّ فَرِیۡضَۃً فَنِصۡفُ مَا فَرَضۡتُمۡ اِلَّاۤ اَنۡ یَّعۡفُوۡنَ اَوۡ یَعۡفُوَا الَّذِیۡ بِیَدِہٖ عُقۡدَۃُ النِّکَاحِ ؕ وَاَنۡ تَعۡفُوۡۤا اَقۡرَبُ لِلتَّقۡوٰی ؕ وَلَا تَنۡسَوُا الۡفَضۡلَ بَیۡنَکُمۡ ؕ اِنَّ اللّٰہَ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ
তোমরা যদি তাদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দাও, অথচ মাহ্র ধার্য করে থাক তবে যা তোমরা ধার্য করেছ তার অর্ধেক, যদি না স্ত্রী বা যার হাতে বিবাহ-বন্ধন রয়েছে সে মাফ করে দেয়; আর মাফ করে দেওয়াই তাক্ওয়ার নিকটতর। তোমরা নিজেদের মধ্যে সদাশয়তার কথা বিস্মৃত হয়ো না। তোমরা যা কর নিশ্চয়ই আল্লাহ্ তার সম্যক দ্রষ্টা।
—আল বাকারা - ২৩৭
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন