ইমাম মুয়াজ্জিনের প্রয়োজনে মসজিদের ছাদ ব্যবহার করা
প্রশ্নঃ ১২৯৮২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত দয়া করে জানাবেন মসজিদের ছাদে ইমাম সাহেবের জন্য কামরা বানানো এবং বাথরুম নির্মাণ করা জায়েজ আছে কিনা?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মসজিদের ছাদে ইমাম বা মুয়াজ্জিনের জন্য বসবাসের ঘর নির্মাণ করা জায়েজ নাই। যেখানে ঘর নির্মানের অবকাশ নেই সেখানে বাথরুম নির্মানের তো প্রশ্নই আসে না। কেননা শরয়ী মসজিদের জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত মসজিদের হুকুমে। কাজেই নামাজ বা ইবাদত ব্যতীত অন্য কোনো কাজে তা ব্যবহার করা জায়েজ নাই।
فى الفتاوى الهندية-2/408: إذَا أَرَادَ إنْسَانٌ أَنْ يَتَّخِذَ تَحْتَ الْمَسْجِدِ حَوَانِيتَ غَلَّةً لِمَرَمَّةِ الْمَسْجِدِ أَوْ فَوْقَهُ لَيْسَ لَهُ ذَلِكَ ، كَذَا فِي الذَّخِيرَةِ .
[তথ্যসূত্র: ফাতাওয়া হিন্দিয়া (বাইরুত)-২/৪০৮, # ফাতাওয়া তাতারখানিয়া-৮/১৬২, # আল ফিক্বহুল হানাফী-২/৩৭৭, # আল ফিক্বহুল মুয়াচ্ছার-২/৭৯১, # আদ্দুররুল মুখতার-৪/৩৫৮]
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন