প্রশ্নঃ ১২৬১০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার জানার বিষয় এইযে ব্যাংক এ টাকা রেখে দিলে তারা আমাকে যে মুনাফা দিবে সেই টাকা আমার জন্য কতো টুক হালাল হবে ,,,
, অনেক আলেম গন বলেন যে ইসলামি ব্যাংক এর টাকা হালাল , ,,,
এখানে সরকারি ব্যাংকের আর ইসলামি ব্যাংকের তফাত টা কোথায় ,,,
বিস্তারিত জানালে উপকৃত হতাম ,
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী! আপনার প্রশ্নের উত্তর জানতে নিচের রেফারেন্স উত্তটি দেখুন। এখানে বাংলাদেশের ইসলামী ব্যাংকসমূহের ব্যাপারে উল্লেখ আছে। সুতরাং ননইসলামী ব্যাংকগুলোর অবস্থা কি হবে সেটা সহজেই অনুমেয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ১১৩২৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত কোন ইসলামী ব্যাংকে এবং ট্রাস্ট ব্যাংকে তিন বছর, পাঁচ বছর এবং দশ বছর মেয়াদী ডিপিএস করা যাবে কিনা, এটা কি হালাল না হারাম। উক্ত ব্যাংকে একই মেয়াদে ফিক্স ডিপোজিট করা জায়েয হবে কি? দয়া করে জানাবেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আমাদের দেশে বর্তমানে শরীয়া মোতাবেক পরিচালিত হওয়ার দাবিদার ইসলামী ব্যাংকগুলো তাদের বিনিয়োগে যথাযথভাবে শরীয়তের নীতিমালা অনুসারণ করে না। তাই শরীয়তের এ সংক্রান্ত নীতিমালা যথাযথভাবে পালনের ব্যাপারে নিশ্চিত হওয়া পর্যন্ত এসব ব্যাংকে ডিপিএস, এফডিআর বা অন্য কোনো সেভিং একাউন্টে টাকা রেখে অতিরিক্ত গ্রহণ করা যাবে না। হালাল-হারাম বেছে চলতে চায় এমন মানুষের জন্য এধরনের টাকা গ্রহণ করা থেকে বিরত থাকাই বাঞ্ছনীয়। মুনাফার নামে দেওয়া এ ধরনের টাকা সদকা করে দেওয়াই নিরাপদ।
(মাসিক আলকাউসার: জুমাদাল উলা ১৪৪০ || ফেব্রুয়ারি ২০১৯)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন