পশুর কৃত্রিম প্রজনন ও তার গোস্ত খাওয়ার বিধান
প্রশ্নঃ ১২০৩৩২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কৃত্রিম প্রজননকৃত পশুর মাংস খাওয়া হালাল নাকি হারাম?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পশু প্রজননের প্রাকৃতিক পদ্ধতি (অর্থাৎ, স্ত্রীর মিলন) ত্যাগ করে অপ্রাকৃতিক পদ্ধতি (ইনজেকশনের মাধ্যমে পুরুষ শুক্রাণু স্ত্রী প্রাণীর জরায়ুতে স্থানান্তর) গ্রহণ করা শরীয়ত দ্বারা নিষিদ্ধ নয়, এবং উপরোক্ত পদ্ধতিতে উৎপাদিত পশুর গোস্ত খাওয়া হালাল, হারাম হওয়া তার মায়ের উপর নির্ভর করবে। অতএব, মা যদি হালাল প্রজাতির প্রাণী হয়, তাহলে তার গোস্ত খাওয়া হালাল হবে। আর যদি হারাম প্রজাতির হয়, তাহলে গোস্ত খাওয়া হারাম হবে।
সুতরাং পশুরা তাদের মায়ের অধীন; তাই যদি ইনজেকশন ইত্যাদির মাধ্যমে কোন হালাল পশুর (যেমন গরু, উট, ছাগল ইত্যাদি) যোনিতে বীর্য প্রবেশ করানো হয় এবং তা থেকে সন্তান জন্ম নেয়, তাহলে সেই পশুর গোস্ত খাওয়া জায়েজ।
"ليعلم أن حكم الولد حكم أمه في الحل والحرمة دون الفحل."
(بدائع الصنائع- كتاب الذبائح والصيود، المأكول وغير المأكول من الحيوانات، ٥ /٣٨، ط: دار الكتب العلمية)
"لأن المعتبر في الحل والحرمة الأم فيما تولد من مأكول وغير مأكول."
(مَجمع الأنهُر- كتاب الذبائح، فصل فيما يحل أكله وما لا يحل، ٢ / ٥١٣، ط: دار إحياء التراث العربي، بيروت)
’’فإن كان متولداً من الوحشي والإنسي، فالعبرة للأم، فإن كانت أهليةً تجوز وإلا فلا‘‘.
الفتاوى الهندية (5/ 297)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন