চক্ষুলজ্জায় মোহর মাফ করে দেওয়া!
প্রশ্নঃ ১২০৮২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন: (ক)স্বামী যদি তার স্ত্রীর মহর অনাদায়ে মৃত্যুবরণ করে তাহলে স্ত্রী তার মহর কিভাবে এবং কোথায় থেকে আদায় করবে?
(খ) বর্তমান সমাজে দেখা যায় স্বামী মৃত্যুর পর কয়েকজন মুরব্বি এসে স্ত্রীর কাছে মহরের টাকা মাফ চেয়ে নেয় তখন বেচারি লজ্জিত হয়ে বা সমাজের সমালোচনা থেকে বাচার জন্য মাফ করে দেয় এমন পদ্ধতি শরিয়ত কতটুকু সাপোর্ট করে?আর যদি স্ত্রী মারা যায় কিন্তু স্বামী মহর আদায় করেনি তখন মহরের মাফ করে দেওয়ার জন্য মহিলার বাবার বাড়ীর আত্নীয়দের থেকে ক্ষমা চাওয়া হয় এমন পদ্ধতিতে শরিয়তের হুকুম কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
1: পুরুষের জন্য অন্যান্য ঋণের মতো স্ত্রীর মোহরানাও একটা ঋণ ! সুতরাং স্বামী যদি স্ত্রীর মোহরানার হক আদায় না করেই মৃত্যুবরণ করেন, তাহলে স্বামীর পরিত্যক্ত সম্পত্তি তার ওয়ারিশদের মধ্যে বন্টন করার পূর্বেই অন্যান্য ঋণের মতো স্ত্রীর মোহরানা হকও আদায় করে দিতে হবে! স্ত্রীর মোহরানা আদায়ের পূর্বে স্বামীর পরিত্যক্ত সম্পত্তি বন্টন করা যাবে না!
2: স্বামী যদি স্ত্রীর মোহরানা হক আদায় না করে মৃত্যুবরণ করে তাহলে সমাজের লোকজন এসে স্ত্রীর কাছে মোহরানার হক মাফ চেয়ে নেয় বা স্ত্রীর আত্মীয়স্বজনের কাছে মাফ চেয়ে নেন ! এই প্রথাটি সম্পূর্ণ একটি কুপ্রথা, এভাবে স্ত্রীকে লজ্জায় ফেলে বা স্ত্রীর আত্মীয়-স্বজনদেরকে লজ্জায় ফেলে কেউ যদি মোহরানার হক মাফ করিয়ে নেয় তাহলে তা জায়েয হবে না, এই প্রথাটি সম্পূর্ণ নাজায়েজ যা অবশ্যই বর্জনীয়!
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন