আল্লাহর কুদরতী পায়ে সিজদা করছি বলা কি শিরিক?
প্রশ্নঃ ১১৯৭৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর কুদরতের কদমে সেজদা করছি। বলা কি অন্যায় যদি আমি বিশ্বাস করি আল্লাহর পা আমাদের কারো মত নয়। তবে তার পা আছে কিন্তু সেটা কেমন তা আমি জানি না। বিষয় টি বিস্তারিত জানতে চাই। এবং আমাদের দেশের কয়েকজন শায়েখ যে বলছে "আল্লাহর কুদরতের কদম বলা শিরক" সে বিষয়েও কিছু বলবেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সালাত তথা নামাজ আদায়ের সময় খুশু খুযূর সাথে সালাত আদায় করা মুমিনের সিফাত বা বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
ان تعبد الله كانك تراه فان لم تكن تراه فانه يراك
তুমি আল্লাহর ইবাদত এভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছ, যদি আল্লাহকে দেখতে না-ও পারো, তবে এটুকু ভাবো যে তিনি অবশ্যই তোমাকে দেখছেন।
আপনার প্রশ্নে উল্লেখিত ঐ ধারণাটি যে মুমিন ব্যক্তি আল্লাহর কুদরতি কদমের উপর সাজদাহ করে। তা যথার্থ। এটা শিরিক হবে না। কেননা এই মর্মে সুনান সাঈদ বিন মনসূর, কানযুল উম্মাল, জামে' ইমাম সুয়ূতী -তে একটি হাদীস উল্লেখ রয়েছে।
যেহেতু হাদীস উল্লেখ রয়েছে, সুতরাং নামাজের মধ্যে এমন ভাব মনে উদয় হলে শিরক বা কুফর হবে, এই বক্তব্য কিছুতেই গ্রহণযোগ্য নয়।
إذا قام العبد في صلاته ذر البر على رأسه حتى يركع فإذا ركع علته رحمة الله حتى يسجد، والساجد يسجد على قدمي الله تعالى فليسأل وليرغب. وهذا الحديث رواه سعيد بن منصور في سننه، وقد ذكر السيوطي في الجامع الصغير أنه مرسل وتابعه صاحب كنز العمال، وقد ضعفه الشيخ الألباني في ضعيف الجامع.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন