ব্যাংক একাউন্ট করার বিধান
প্রশ্নঃ ১১৯৩৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি টাকা জমানোর জন্য একটি ব্যাংক একাউন্ট গুলোকে। তো সুদ মুক্ত ভাবে কোন ব্যাংকের কি একাউন্ট খুলবো , আপনাদের কাছে পরাপর্শ চাই।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বর্তমান সময়ে ব্যাংক একাউন্ড ছাড়া বৈশ্বিক লেনদেন সম্ভব নয়। এমনকি দেশীয় কায়কারবারেও ব্যাংক ছাড়া প্রয়ই অসম্ভব। সেই প্রয়োজনে ব্যাংক একাউন্ট খোলার অবকাশ আছে। সাধারণত কারেন্ট একাউন্টে গ্রাহককে সুদ প্রদান করা হয় না। এছাড়া সেভিংসসহ অন্যান্য একাউন্টে নামে বেনামে সুদ দিয়েই থাকে। কাজেই সম্ভব হলে কারেন্ট একাউন্টে লেনদেন করবেন। কিন্ত সাধারণ জনগনের জন্য কারেন্ট একাউন্টও সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। কাজেই বাধ্য হয়ে এখন সেভিংস একাউন্টের দিকেই গ্রাহকদের যেতে হচ্ছে।
এক্ষেত্রে পরামর্শ হলো, ব্যাংক থেকে যে সুদ প্রদান করা হবে সেটাকে তুলে নিজস্ব কোনো প্রয়োজনে খরচ না করে সাওয়াবের নিয়ত ছাড়া কোনো গরিব মিসকিনকে দান করে দিবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন