আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১৮৩৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরতআমরা অনেকেই ফ্রি লেন্সিং করে থাকি।এরই অংশ বিশেষ হিসেবে কিছু এসাইন্মেন্ট (Assignment) করি আমি।যেগুলা বিদেশি ছাত্ররা তাদের নিজের নাম ব্যবহার করে নিজ নিজ ইউনিভার্সিটিতে জমা দেয়। এর বিনিময়ে আমি কিছু টাকাও পাই।আমার এই উপার্জন কি হারাম না হালাল? আমি তো হালাল ভাবে কাজ করছি, সেটা অন্যকেউ কিভাবে ব্যবহার করবে সেটা তো তার বিষয় এখানে আমার ইনকামে কোন প্রব্লেম হবে?একটা অনলাইন ফতোয়া বিভাগে দেখলাম এটাকে নাজায়েজ বলেছে। তাহলে তো বহু ফ্রিল্যান্সারদের ইনকাম নাজায়েজ হয়ে যাবে।বিস্তারিত জানাবেন

২৭ ডিসেম্বর, ২০২১
ঢাকা ১২০৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


 


আপনার করা  Assignment  অন্য কেউ যদি নিজের নামে চালিয়ে দেয় তাহলে নিশ্চয়ই তা মিথ্য এবং প্রতারণা বলে গণ্য হবে। মিথ্যা বলা যেমননি কবিরা গুনাহ অন্যকে মিথ্যা বলতে সহাযোগিতা করাও কবিরা গুনাহ।  এর জন্য আল্লাহ তায়ালার দরবারে আপনিও দায়ী থাকবেন। আর দুনিয়ার সকল মানুষ মিলেও যদি কোনো অন্যায় করে এবং সেটাকে তারা নিজেদের উন্নতির সোপান মনে করে তাহলেও সেটা অন্যায়। কাজেই বলতে দ্বিধা নেই যারা এজাতীয় ফ্রিলান্সিং করে তাদের উপার্জন হারাম। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। 


والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন