আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১৭২২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিভিন্ন প্রতিষ্ঠান শুরুতে জাতীয় সংগীত গাওয়া হয় অনেক সময় বাদ্যযন্ত্রসহ গাওয়া হয়। এ ক্ষেত্রে শরীয়তের হুকুম কি.?হযরত উত্তর দিয়ে বাধিত থাকিবেন।

২৫ ডিসেম্বর, ২০২১
ব্রাহ্মণবাড়ীয়া

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





হারামকে হালাল বলে চালিয়ে দেওয়া কারো অধিকার নেই।
বাদ্যযন্ত্র আল্লাহ তায়ালা কুরআনুল কারিমে হারাম ঘোষণা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদীস শরীফে এর অপকারিতা বর্ণনা করেছেন। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীতের নামে অথবা সংবিধানের দোহাই দিয়ে বাদ্যযন্ত্র বাজালে সেটি কখনোই বৈধ হয়ে যাবে না।

وَمِنَ النَّاسِ مَنۡ یَّشۡتَرِیۡ لَہۡوَ الۡحَدِیۡثِ لِیُضِلَّ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ بِغَیۡرِ عِلۡمٍ ٭ۖ وَّیَتَّخِذَہَا ہُزُوًا ؕ اُولٰٓئِکَ لَہُمۡ عَذَابٌ مُّہِیۡنٌ

একশ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশে অবান্তর কথাবার্তা (গান-বাদ্য) সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি।
—লোকমান - ৬

আবু মালিক আশআ’রী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

لَيَشْرَبَنَّ نَاسٌ مِنْ أُمَّتِي الْخَمْرَ ، يُسَمُّونَهَا بِغَيْرِ اسْمِهَا ، يُعْزَفُ عَلَى رُءُوسِهِمْ بِالْمَعَازِفِ وَالْمُغَنِّيَاتِ ، يَخْسِفُ اللَّهُ بِهِمْ الْأَرْضَ ، وَيَجْعَلُ مِنْهُمْ الْقِرَدَةَ وَالْخَنَازِيرَ

আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে। আর তাদের মাথার উপর বাদ্যযন্ত্র ও গায়িকা রমনীদের গান বাজতে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে যমীনে ধ্বসিয়ে দিবেন। আর তাদের কিছুকে বানর ও শূকর বানিয়ে দিবেন।
—ইবন মাজাহ ৪০২০ সহীহ ইবনে হিব্বান ৬৭৫৮

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন