প্রশ্নঃ ১১৭২১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম মুফতি সাহেব;আমার জানার বিষয় হল দেশ-গ্রামে অথবা কখনো ঢাকা শহরেও অনেক ব্যক্তি বিভিন্ন উদ্দেশ্য পূরণের জন্য মসজিদে মানত করেন।১.মসজিদে মানত করা বৈধ কিনা?২. অনেকে নগদ টাকা ব্যতিরেকে বিভিন্ন পশু যেমন গরু ছাগল মুরগি ইত্যাদি দিয়ে থাকেন, এক্ষেত্রে অনেকে বলে থাকেন,মসজিদে যে মানত এর পশু দেওয়া হয়েছে এই পশু বিক্রি করে এর টাকা মসজিদ ফান্ডে জমা দিতে হবে, এই কথাটা কতটুকু সঠিক?৩. কোন মসজিদের ইমাম যদি উক্ত মানুষের পশু নিজে ভক্ষণ করে ফেলেন, তাহলে উক্ত পশুর মূল্য মসজিদে দান করে দিতে হবে??অনুগ্রহপূর্বক বিষয় গুলোর সমাধান দিবেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার সবগুলো প্রশ্নের উত্তর জানতে নিচের রেফারেন্স উত্তরটি দেখুন।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
রেফারেন্স উত্তর :
মসজিদে মান্নতের বিধান
প্রশ্নঃ ১১৩৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো মসজিদে মানত করে দান করতে চাইলে, সেই মসজিদেই দান করতে হবে? নাকি অন্য কোন মসজিদে দান করা যাবে না?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মসজিদের নামে কোন কিছুর মান্নত হয় না। কারণ, মান্নতের টাকা সেসব খাতে ব্যয় করতে হয়, যেসব খাতে জাকাতের অর্থ ব্যয় করা যায়। কিন্তু মসজিদে যেহেতু জাকাতের টাকা ব্যয় করা যায় না। তাই মসজিদের নামে মান্নত সহিহ হয় না। এতদ্বসত্ত্বেও যদি কেউ মসজিদে মান্নত করে তাহলে তা পূরণ করাও জরুরী নয়।
তারপরও যদি কেউ আদায় করে তাহলে সেই মাল নফল দান হিসেবে গণ্য হবে এবং সেসব জিনিস বা টাকা মসজিদের কাজে ব্যয় করা যাবে।
এমনকি তা দিয়ে ইমাম মুয়াজ্জিনের বেতনও দেওয়া যায়। কিন্তু তারা যদি ধনী হয় তাবে সরাসরি তাদের দেওয়া যাবে না।
(#রদ্দুল মুহতার ৩:৩৭৫ #দারুল উলূম ১২:১২৯ #ফাতাওয়ায়ে রাহমানিয়া ২:২৯৮)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
বাইতুল কুরআন মাদারাসা, মোহাম্মাদপুর, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন