আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

সরকারী লাইন থেকে সরাসরি বিদ্যুৎ নিয়ে ব্যাডমিনটন খেলা যাবে কি?

প্রশ্নঃ ১১২২৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাতে বৈদ্যুতিক লাইন থেকে সরাসরি বিদ্যুৎ নিয়ে ব্যাডমিনটন খেলা যাবে কি?আমার একজন পরিচিত সরকারি কর্মকর্তা বললেন যে,"সরকারের পক্ষ থেকে এতটুকু বিদ্যুৎ এর ব্যবহার মওকুফ করে দেওয়া হয়েছে।যে জন্য পুলিশও এই অন্যায় দমনে অভিযানে নামে না। "অনুগ্রহ করে জানালে উপকৃত হতাম (জাজাকাল্লাহু খাইরান)

২৯ অক্টোবর, ২০২৩
খুলনা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সংশ্লিষ্ট কতৃপক্ষের অনুমতি ব্যতীত সরকারি লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেলা আইনত দণ্ডনীয়। সরকারি আইন অনুযায়ী এভাবে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে তিন বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। (ডিপিডিসি)

তা ছাড়া এটি বিদ্যুৎ চুরির শামিল। আবু হুরায়রাহ (রা.) থেকে বর্ণিত, আবু হুরায়রা (রা.) সূত্রে নবী (সা.) হতে বর্ণিত। তিনি বলেন, চোরের ওপর আল্লাহর অভিশাপ হোক, যখন সে একটি হেলমেট চুরি করে এবং এ জন্য তার হাত কাটা হয় এবং সে একটি রশি চুরি করে এ জন্য তার হাত কাটা হয়।

আমাশ (রহ.) বলেন, তারা মনে করত যে হেলমেট লোহার হতে হবে আর রশির ব্যাপারে তারা ধারণা করত তা কয়েক দিরহামের সমমূল্যের হবে। (বুখারি, হাদিস : ৬৭৮৩)। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, রাসুল (সা.) বলেন, মুমিন চুরি করার সময় ঈমানদার থাকে না। (মুসলিম, হাদিস : ১০৬) ।

উল্লেখ্য, মানুষ কারো ব্যক্তিগত সম্পদ চুরি করলে সে একজনের হক নষ্ট করল। কিন্তু কেউ যদি জাতীয় সম্পদ চুরি করে, সে গোটা জাতির হক নষ্ট করল। যা অত্যন্ত ভয়াবহ অপরাধ।

"সরকারের পক্ষ থেকে এতটুকু বিদ্যুৎ এর ব্যবহার মওকুফ করে দেওয়া হয়েছে।যে জন্য পুলিশও এই অন্যায় দমনে অভিযানে নামে না।" এই মর্মে যিনি বলেছেন তার ওই বক্তব্যের কোনো তথ্যসূত্র আছে বলে আমদের মনে হয় না। কেননা, এবিষয়ে সরকারী কোনো নীতিমালা আছে বলে আমাদের জানা নাই।

আর পুলিশি অভিযান না হওয়াও কোনো অন্যায়ের বৈধতার প্রমাণ বহন করে না। কেননা আমাদের সমাজে প্রশানের গোচরে/অগোচরে হাজারে অপরাধ সংগঠিত হয় কিন্তু সেগুলোর ব্যাপারেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তাই বলে কি সেগুলোও বৈধ হয়ে যাবে? আল্লাহ তায়ালা আামদের বুঝার তাওফিক দান করুন।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন