সিজদার আয়াত সংখ্যা কত?
প্রশ্নঃ ১০৮০৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কুরআন শরীফে মোট সেজদাহ কিছু বইয়ে বলে ১৪ টি তো কোনোটিতে ১৫ টি। এখন আমি কোনটা মেনে চলব?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কুরআনে এমন কিছু আয়াত আছে যেগুলো তেলাওয়াত করলে, মুখস্থ করলে কিংবা সরাসরি অন্যের মুখে শোনলে সেজদা দিতে হয় এমন আয়াতের সংখ্যা মোট ১৪ টি।
★প্রথম সেজদার আয়াত : সূরা আল- আরাফ, আয়াত - ২০৬।
★দ্বিতীয় সেজদার আয়াত : সূরা আল-রা’দ, আয়াত - ১৫।
★তৃতীয় সেজদার আয়াত : সূরা আন- নাহল, আয়াত - ৫০।
★চতুর্থ সেজদার আয়াত : সুরা বনী ইসরাঈল, আয়াত - ১০৯।
★পঞ্চম সেজদার আয়াত : সূরা মরিয়ম, আয়াত - ৫৮।
★ষষ্ঠ সেজদার আয়াত : সূরা আল-হজ্ব, আয়াত - ১৮।
★সপ্তম সেজদার আয়াত : সূরা আল- ফুরকান, আয়াত - ৬০।
★অষ্টম সেজদার আয়াত : সূরা আন- নমল, আয়াত - ২৬।
★নবম সেজদার আয়াত : সূরা আস- সাজদা, আয়াত -১৫।
★দশম সেজদার আয়াত : সূরা সাদ, আয়াত -২৪।
★একাদশ সেজদার আয়াত : সূরা হা মী সাজদা, আয়াত - ৩৮ ।
★দ্বাদশ সেজদার আয়াত : সূরা আন- নাজ্ম, আয়াত - ৬২।
★ত্রয়োদশ সেজদার আয়াত : আল- ইনশিক্বাক, আয়াত- ২১।
★চৌদ্দতম সেজদার আয়াত : সূরা আল-আলাক, আয়াত ১৯।
তবে ইমাম শাফেয়ী রহ. এর নিকট আরো একটি সেজদার আয়াত আছে সেটা হলো, সূরা আল- হজ্ব, আয়াত - ৭৭।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন