আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১০০৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফেইসবুক অথবা অন্যন্য সাইটে অনেক পোষ্টের মধ্যে সালাম লিখত থাকে আবার মেসেজ এর মাধ্যমে ও সালাম দেওয়া হয়, এবং কিছু ক্ষেএে দেখা যায় কোন মুরব্বি বলে থাকে যে তোমার আব্বুকে,আম্মুকে আমার সালাম দিও। এখন প্রশ্ন হল, এই রকম সালামের উওর দেওয়াটা কি আবশ্যিক??

৬ নভেম্বর, ২০২১
টঙ্গী

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




কোন কিছু লিখা এটা কোন কিছু মুখে বলার স্থলাভিষিক্ত, তাই ব্যক্তিগত চিঠি পত্রসহ ফেসবুক টুইটার এবং বিভিন্ন সাইটের লেখাগুলোর শুরুতে যে সালাম লিখা থাকে এটা যে ব্যক্তি পড়বে তাকে সালামের উত্তর দিতে হবে!
এমনিভাবে মানুষ পারস্পরিক অভিবাদনে সালাম দ্বারা ভাব বিনিময় করে থাকেন। অবশেষ বিদায় বেলায়ও সালাম আদান প্রদানের মাধ্যমে বিদায় নেয়। তখন পরিচিত লোকদেরকে সালাম পাঠান। আবার ফোনে কুশল বিনিময়ের এক পর্যায়ে পরিচিত লোকদেরকে সালাম জানান। এই সালাম দেয়া সুন্নাত আর উত্তর দেয়া ওয়াজিব।সুতরাং সালাম যাকে দিয়ে যেভাবেই পাঠানো হোক না কেন, সালামের উত্তর দেয়া আবশ্যক। এই যে কারো মাধ্যমে কাউকে সালাম পাঠালে, অনেকেই সালামের উত্তর না জানার কারণে সালামের উত্তর দেয়া থেকে বিরত থাকে। যা গোনাহের কাজ। তাই কারো মাধ্যমে পাঠানো সালামের উত্তর দেয়ার নিয়ম তুলে ধরা হলো-এক সাহাবা বলেন, আমার আব্বা আমাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট পাঠালেন এবং বললেন, তুমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে যাও এবং তাঁকে সালাম প্রদান কর। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে গেলাম এবং বললাম, আমার আব্বা আপনাকে সালাম বলেছেন, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন-عَلَيْكَ وَعَلَي اَبِيْكَ السَّلَامُউচ্চারণ : আলাইকা ওয়া আলা আবিকাস-সালাম।অর্থ : তোমার প্রতি এবং তোমার পিতার প্রতি সালাম বা শান্তি বর্ষিত হোক।’ (আবু দাউদ, মিশকাত)অতএব সালাম দাতার জন্য এবং সালাম প্রেরণকারীর জন্য বলতে হবে-عَلَيْكَ وَ عَلَيْهِ السّلَامُউচ্চারণ : আলাইকা ওয়া আলাইহিস সালাম)।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সালাম প্রেরণকারীর সালামের উত্তর যথাযথভাবে দেয়ার তাওফিক দান করুন। আমীন

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন