আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৭২৯৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিবেন
১। যদি কোনো ব্যক্তি জামাতের নামাজে এসে দেখে যে কাতার পরিপূর্ণ তাহলে কাতার বাঁধার জন্য সামনের কাতার থেকে কাউকে টেনে নেওয়া জায়েজ কিনা? আর যদি জায়েজ হয় তাহলে কিভাবে টেনে আনবো ? আর যদি নাজায়েজ হয় তাহলে সে কিভাবে এবং কোথায় দাঁড়িয়ে নামাজ আদায় করবে?
২। একটা বাজারে আমার দোকান আছে। সেখানে প্রসাব করার জন্য উপযুক্ত কোনো ব্যবস্থাই নাই। তবে দোকান থেকে একটু দূরে উত্তর দক্ষিণ বরাবর একটা রাস্তার দুই পাশে দুটি ড্রেন আছে। সেখানে এক পাশের ড্রেনে বসে প্রসাব করলে মূখ পশ্চিম দিকে হয়ে যাচ্ছে। আবার অন্য পাশের ড্রেনে বসে প্রসাব করলে মূখ পূর্ব দিকে হয়ে যাচ্ছে।এই অবস্থায় আমি কিভাবে প্রসাব করব?
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ইফতা বিভাগ
১৮ জুলাই, ২০২১
West Bengal ৭২১৪০১
আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর | মুসলিম বাংলা