আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৮৭০২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামুওয়ালাইকুম

নামাজে বসে কি বিধর্মী কারো জন্যে দুয়া করা পাপ? পড়েছিলাম ইহুদি এবং খ্রিস্টান ধর্মের মানুষের সাথে বন্ধুত্ব করতে না করা হয়েছে কেননা তারা সামনে বন্ধু পাছে শত্রু।কোনো হিন্দু ধর্মের কেউ যদি মারা যায় এবং তাকে কোনো কারনে যদি ঘৃনা করা হতো। তার মারা যাবার পর যদি নিজের মধ্যে খারাপ লাগা কাজ করে,তার পরিবারের অবস্থা দেখে খারাপ লাগে। তার পরিবারের এই খারাপ সময় কাটায় উঠার জন্যে এবং নিজের খারাপ লাগা থেকে যদি নামাজে দুয়া করি তাহলে কি সেটা কবিরা গুনাহ হবে? আর যদি গুনাহ হয়ে থাকে এবং কেউ যদি নামাজে দুয়া করে ফেলে তাহলে তার কি করনীয়?
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
১১ সেপ্টেম্বর, ২০২১
ঢাকা