প্রশ্নঃ ১০৩৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
হুজুর, আমরা অনেক সময় বাজার থেকে গরু, ছাগলের মাংস কিনে আনি যেগুলোর ব্যাপারে আমরা জানি না যে সেগুলো জবাই করার সময় আল্লাহর নাম নেয়া হয়েছিল কিনা? এক্ষেত্রে আমাদের জন্য কী এগুলোর মাংস খাওয়া হালাল হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনি যদি মুসলিম রাষ্ট্রের অধিবাসী হয়ে থাকেন সেই ক্ষেত্রে যদি নিশ্চিত ভাবে জানতে পারেন যে কোন ব্যক্তি জবাই করার সময় ইচ্ছায় বিসমিল্লাহ ছেড়ে দিয়েছে তাহলে সেই প্রাণীর গোশত খাওয়া হালাল হবে না।
আর যদি কোন মুসলিম ব্যক্তি জবাইয়ের সময় ভুলে বা অনিচ্ছায় বিসমিল্লাহ ছেড়ে দিয়ে থাকে তাহলে সেই প্রাণীর গোশত খেতে কোন সমস্যা নেই।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ৭৫৯১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমি উচ্চশিক্ষা ও অর্থ উপর্জনের জন্য ইউরোপে (কানাডা বা আমেরিকা) যেতে চাই। কিন্তু কিছু জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি::১/ এসব দেশে গিয়ে কি আমি গরু ও মুরগির গোশত কিনে খেতে পারবো? কারণ এগুলো তো আগে থেকেই কাটা থাকা। আর ওরা আল্লাহর নাম নিয়ে জবাহ করে কিনা আমি নিশ্চিত না।২/ এসব দেশে কি আমি ফুড ডেলিভারি জব করতে পারবো??। কারণ মাঝে মাঝে কিছু পার্সেল আসে যেগুলোতে হারাম খাদ্য থাকে (যেমন:শুকর,ড্রিংকস ইত্যাদি)।কিন্তু প্রবলেম টা হলো আমরা ফুড ডেলিভারির সময় খাদ্য দেখতে পারি না।আমাদেরকে নির্দিষ্ট গন্তব্যে শুধু পাঠাতে হয়।হুজুর এটা হালাল না হারাম ইনকাম হবে একটু বলবেন প্লিজ**৩/ ঠিক একইভাবে যদি আমি কোনো রেস্টুরেন্ট এ waiter হিসেবে কাজ করি আর যদি আমার হারাম খাদ্যযেমন:শুকর,ড্রিংকস ইত্যাদি) সার্ভ করতে হয় তাহলে কি আমার ইনকাম হালাল থাকবে না হারাম??
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. অমুসলিম দেশে জবাইকৃত গরু মুরগির গোশতের হালাল-হারাম এর ব্যাপারে বিজ্ঞ ওলামায়ে কেরামের ফতোয়া হল; যেগুলো মুসলিম দেশ থেকে এবং মুসলিম কোম্পানি থেকে আমদানি করা হয়, সেগুলো কিনে খাওয়া যাবে। আর যেগুলো অন্য অমুসলিম দেশ থেকে আমদানি হয়, সেগুলো বর্জন করতে হবে।
২. শরাব (মদ) বহনকারীর উপর আল্লাহর অভিশাপ-লানত রয়েছে। অবশ্য আপনার অজান্তে পার্সেল এর ভিতরে থাকা মদ বহন করার জন্য আপনি দায়ী হবেন না। ইনশাআল্লাহ গুনাগার হবেন না।
সে ক্ষেত্রে আপনার উপার্জন হালাল হবে।
৩. অমুসলিম দেশে রেষ্টুরেন্টের ওয়েটারের চাকরি করতে বাধা নেই। কিন্তু হারাম খাদ্য পরিবেশন করার মোটেই সুযোগ নিয়ে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন