আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

১১৯৯১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার বাবা নেই, আমার ভায়েরা তেমন মা কে দেখাশোনা করেন না। আমার বাবা দুই ভাই আর আমার বড় বোনকে বিয়ে দিয়ে গেছে তাদের প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিয়ত চেষ্টা সাহায্য করেছেন। আমার বিয়ের আগেই বাবা মারা জান। আর আমার ভাইরা আমাকে দেখতেই পারে না।
আমার মা আমাকে কিছু টাকা সবাইকে না জানায় আমানত সরুপ দিয়েছে, যাতে বিপদের সময় মার অসুস্থতায় বা আমার ভবিষ্যতে কাজে আসে।
দুই ভাই আর বড় বোন তার কিছুই জানেনা। কিন্তু দুই ভাই এটা অন্তাজ করে আমারে বরাবর অপবাদ দেয়, আমি মায়ের কাছ থেকে বহু টাকা নিয়ে গেছি। ওদের হকের টাকা বেইমানি করে নিয়ে গেছি। আরো অনেক বাজে মন্তব্য করে। আমি মা কে টাকাটা অনেক বার ফিরিয়ে দিতে চেয়েছি কিন্তু সে আমাকে আল্লাহর কসম দিয়ে বলেছেন তুই এই টাকা তোর ভাই বোনদের দিলে তুই আখিরাতে দায় থাকবি আমার কাছে।
এখানে আমি কি গুনাহগার? আমি কি আসলেই হক মেরে খাচ্ছি? আমার মা কি গুনাহের কিছু করে ফেলছেন আবেগে?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৯ ডিসেম্বর, ২০২১
ঢাকা
১১৭৮৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি কুরআন সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করি সব সময়, পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করি, কোরআন তেলাওয়াত করি প্রতিনিয়ত, ইসলামিক কিতাব ও হাদিস চর্চা করি, তাহাজ্জুদের নামায আদায় করি।
এখন হুজুর আমার সমস্যা হলো আমি এবাদতে আগের মতো মজা পাচ্ছি না, তাহাজ্জুদ পড়তে পারছিনা, ফজরের নামাজ মসজিদে জামায়াতের সাথে পড়তে পারছি না, একই গোনাহর কাজ হঠাৎ করে ফেলছি যেটা করার আমার কোন ইচ্ছা ছিল না, তোওবা করছি কিন্তু আবার হয়ে যাচ্ছে,
আমার একজন মামা ইন্তেকাল করেছিল, তার জানাজা আমি পড়িয়েছিলাম, আমার মামার গ্রামের লোকজন আমার খুব প্রশংসা করছিল, তার পর থেকেই আমার সমস্যা,
আমার এই সমস্যা কাটিয়ে ওঠার সমাধান বলবেন ।
আমি চেষ্টা করছি কিন্তু পারছি না।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৬ ডিসেম্বর, ২০২১
West Bengal ৭০০০৪৪
১১৩৬৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,প্রিয় শায়েখ,
আমার প্রশ্নটি হচ্ছে, আমার কাছে আমার এক ভাই জানতে চেয়েছেন যে তিনি যেখানে কর্মরত আছেন সেখানে কাজ করার সময় প্রায় তার মালিকের মালামাল নষ্ট করে ফেলেন এবং মালিকের গালাগালি ও তার বেতন থেকে টাকা কাটার ভয়ে সে ওই মালামাল গুলো মালিককে না জানিয়ে ফেলে দেয় আর আরেকটি কথা হচ্ছে তার এক দিনের বেতন ১৫০০ টাকা আর মালিকের
মালামালের দাম ও ১৫০০ টাকা, এখন সে কি করবে তার মালিককে জানিয়ে দিবে যে সে ওই মালামাল গুলো নস্ট করে ফেলেছে নাকি বলবে না এবং তার ওই টাকা তা কি হালাল হচ্ছে? এছাড়াও তার উপর তার পরিবারের দায়িত্ব সে যদি তার বেতন মালিককে দিয়েও দেয় তাহলে তার পরিবারের পক্ষে কস্ট হয়ে যাবে। এখন সে কি করবে? দয়া করে আমার এই লম্বা প্রশ্নটির উত্তর দিবেন। জাযাকাল্লাহ
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
১৪ ডিসেম্বর, ২০২১
নারায়নগঞ্জ